Advertisement
Advertisement

জিএসটি চালুর আগে ব্যাপক ছাড় ফ্রিজ, টিভি ও এসিতে

দেরি না করে কিনে ফেলুন এখনই।

Dealers offer discounts before GST
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2017 3:26 am
  • Updated:June 15, 2017 3:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি বা পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা চালু হতে বাকি আর মাত্র কয়েকদিন। জিএসটি চালু হয়ে গেলে বেশ কিছু পণ্যের দাম যেমন কমতে পারে, তেমনই কিছু বিলাসবহুল দ্রব্যের দাম বাড়তে পারেও বলেও আশঙ্কা বণিকমহলে। আর তাই দেশের প্রথম সারির কয়েকটি সংস্থা, শপিং মল, পোশাক বিপণি, ই-কমার্স সাইট এমনকী ব্যাঙ্কগুলিও স্বল্প সময়ের জন্য গ্রাহকদের আকর্ষণীয় ছাড় দিচ্ছে।

[২২ বছর কোষ্ঠকাঠিন্যের পর রোগীর দেহ থেকে বেরোল ১৩ কেজি বর্জ্য]

যেমন একটি বেসরকারি ব্যাঙ্ক তার গ্রাহকদের ই-মেল করে জানিয়েছে, গাড়ি কেনার এটাই সুবর্ণ সুযোগ। কারণ, জিএসটি চালু হয়ে গেলে নাকি ডিজেল চালিত গাড়ির দাম বাড়তে পারে। যদিও এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু গ্রাহকদের মনে জিএসটি সংক্রান্ত আশঙ্কাকে উসকে শুধু ব্যাঙ্ক নয়, আরও বেশ কয়েকটি সংস্থাই খানিক ব্যবসা বাড়াতে চাইছে। বেশ কয়েকটি পোশাক নির্মাণকারী সংস্থাও তাদের বিজ্ঞাপনে ফলাও করে জানাচ্ছে, পয়লা জুলাই থেকে দাম বাড়ার আগেই কিনে ফেলুন পছন্দসই পোশাক। মিলবে ব্যাপক ছাড়। কয়েকটি ই-কমার্স সাইট পয়লা জুলাইয়ের আগে ‘স্টক ক্লিয়ারেন্স সেল’ শুরু করে দিচ্ছে। যেখানে আপনি ৫০ শতাংশ পর্যন্ত কম দামে কিনতে পারবেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

Advertisement

ফ্রিজ, টিভি এসি, কম্পিউটার, ২৫ হাজার টাকা দামের বেশি মোবাইল ফোনের দামেও পয়লা জুলাইয়ের পর রদবদল আসতে পারে। নয়া স্টক আসার আগে পুরনো স্টক খালি করে ফেলতে ওই সব পণ্যেও মিলছে আকর্ষণীয় ছাড়। কলকাতাতেও ইলেকট্রনিকসের কয়েকটি বড় বড় দোকান ১০-২৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। ব্যবসায়ীদের একটি অংশ বলছেন, তাঁরা চাইছেন জিএসটি চালু হওয়ার আগে পুরনো স্টক যতটা সম্ভব শেষ করতে। তার জন্য প্রয়োজন হলে লভ্যাংশ খানিকটা কমিয়েও ফেলতেও আপত্তি নেই তাঁদের। স্যামসাং, এলজি, প্যানাসনিকের মতো ব্র্যান্ডও দ্রুত পুরনো স্টক শেষ করতে চাইছে। কারণ, রিটেল শপগুলি কোম্পানির কাছ থেকে নতুন পণ্য কিনছে না। পুরনো স্টক খালি করতে চাইছে। পাশাপাশি, মে মাসের আগে কেনা স্টক এখনই শেষ করতে না পারলে জিএসটি চালু হলে ছয় শতাংশ ও এক বছরের পুরনো পণ্যে ১৪ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে।সবমিলিয়ে জিএসটি চালুর আগে গ্রাহকদের কাছে সুযোগ রয়েছে, খানিকটা হলেও কম দামে তাঁদের পছন্দসই জিনিসটি বাড়িতে নিয়ে আসার।

[‘২০২৩ সালের মধ্যে হিন্দু রাষ্ট্র হবে ভারত’]

গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি-র আওতায় প্রায় ১২১১টি পণ্যকে ভিন্ন ভিন্ন করের আওতায় আনা হয়েছে। ০ থেকে ২৮ শতাংশ পর্যন্ত কর বসবে এই সব সামগ্রীর ওপর। তার সঙ্গে বাড়তি সেস দিতে হবে বিলাসবহুল দ্রব্যের ওপর। ১৮ শতাংশ করের তালিকায় রয়েছে সেই সব হোটেল যেগুলি এয়ার কন্ডিশনড এবং যেগুলিতে মদ পাওয়া যায়। এছাড়া টেলিকম পরিষেবা, তথ্য প্রযুক্তি পরিষেবা কিংবা আর্থিক পরিষেবা গ্রহণের সময় দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। পাশাপাশি ৫০০ টাকার বেশি দামি জুতো কিনলে দিতে হবে ১৮ শতাংশ কর। ২৮ শতাংশ করের আওতায় আনা হয়েছে মদ, সিগারেট, সিগার, পান মশলা, সোডা, আফটার শেভ, শ্যাম্পু, হিটার, ডিশওয়াশার, ওজনের মেশিন, কাপড় কাচার মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, দাড়ি কাটার যন্ত্র, গাড়ি, মোটর সাইকেল, ব্যক্তিগত প্রয়োজনের বিমান, ফাইভ স্টার হোটেলের পরিষেবাকে। এই সব ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি দিতে হবে আপনাকে।

[নস্টালজিয়া উসকে ভারতে Nokia-র তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের আত্মপ্রকাশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement