Advertisement
Advertisement

Breaking News

Heat Wave

অগ্নিদেবের কোপ! গরমে দেশে মৃত ১৪৩, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট

তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৭৮৯ জন।

Deadly heatwave death toll rises to 143, says central report

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 21, 2024 6:18 pm
  • Updated:June 21, 2024 6:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড ভাঙা গরমে পুড়ছে দেশ। কিছু কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি নামলেও দেশের বেশিরভাগ জায়গা এখনও জ্বলছে। এহেন পরিস্থিতির মাঝেই শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গত ১ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত লু’র জেরে মৃত্যু হয়েছে ১৪৩ জনের। পাশাপাশি ৪১ হাজার ৭৮৯ জন তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যদিও তাপপ্রবাহের জেরে মৃতের আসল সংখ্যাটা আরও অনেক বেশি বলেই অনুমান বিশেষজ্ঞদের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্য থেকে দেওয়া রিপোর্টের ভিত্তিতে গত কয়েক মাসে দেশে মৃত্যু হয়েছে ১৪৩ জনের। একইসঙ্গে জানানো হয়, শুধুমাত্র গরমের কারণে হওয়া অসুখ ও মৃত্যুর তথ্য তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ২০ জুন গরমের জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের। এর পাশাপাশি মার্চ থেকে জুন পর্যন্ত যেখানে মৃতের সংখ্যা ছিল ১১৪, সেটাই ২০ জুন পর্যন্ত পৌঁছে গিয়েছে ১৪৩তে। রাজ্য ভিত্তিক মৃত্যু তালিকায় সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ। এখানে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি (২১)। এর পর রয়েছে বিহার (১৭) ও রাজস্থান (১৭)। পাশাপাশি আরও জানানো হয়েছে, ২০২৪ সালের ভয়াবহ গরমে হিট স্ট্রোকের সংখ্যাও ব্যাপকভাবে বেড়েছে। মার্চ থেকে জুন পর্যন্ত এই কয়েক মাসে ৪১ হাজার ৭৮৯ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: চিন যাত্রার আগেই দিল্লিতে হাসিনা, ভারতকে আশ্বস্ত করতেই সফর!]

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভয়ংকর গরমে পুড়ছে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। যার জেরে বাড়ছে হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যাও। এর পরিস্থিতিতে, সমস্ত হাসপাতালগুলিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য বিশেষ ইউনিট খোলার। গত বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নির্দেশ দেন কেন্দ্রীয় সরকারের সমস্ত হাসপাতালে ‘স্পেশাল লু ইউনিট’ চালু করার। পাশাপাশি তাঁদের চিকিৎসার যাতে কোনওরকম সমস্যা না হয় তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: মাত্র ৫ হাজারেই সাফল্যের সিঁড়ি, টেলিগ্রামে জলের দলে বিকোচ্ছিল UGC-NETএর প্রশ্নপত্র!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ