সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে সুখবর। আরও একবার আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হল। সোমবার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) তরফে মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়।
৩১ ডিসেম্বর অর্থাৎ আজ আধার কার্ডের (Adhaar Card) সঙ্গে প্যান কার্ড (Pan Card) লিংক করার শেষ দিন ছিল। এই ডেডলাইনের মধ্যে লিংক করাতে না পারলে গ্রাহকদের প্যান কার্ড অকেজো হয়ে যাবে। CBDT এও জানিয়েছিল, এক্ষেত্রে যে সমস্ত জায়গায় প্যান কার্ড আবশ্যক, সেখানে সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু অনেক সাধারণ মানুষই এখনও পর্যন্ত এই কাজটি করে উঠতে পারেননি। তাঁদের কথা ভেবেই আরও একবার বাড়ানো হল সংযুক্তিকরণের মেয়াদ। CBDT জানিয়েছে, ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার-প্যান লিংক করা যাবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় বছর শেষে মিলেছে স্বস্তি।
এই নিয়ে অষ্টমবার আধার-প্যান কার্ড সংযোগের সময়সীমা বাড়ানো হল। প্রাথমিকভাবে গত বছর ৩০ জুন সংযুক্তিকরণের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে CBDT-র তরফে ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়। নির্দেশিকা জারি করে বলা হয়, ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে সংযুক্তি করতেই হবে। তারপর সংযুক্তিকরণের সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। তাতেও অধিকাংশ নাগরিক দুই গুরুত্বপূর্ণ নথি সংযুক্তিকরণ না করানোয় ডেডলাইন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নতুন ডেডলাইন করা হয় ৩১ ডিসেম্বর ২০১৯। আয়কর আইন ১৯৬১-র ১৩৯এএ ধারার সাব-সেকশন ২-এ উল্লেখ্য সংযুক্তিকরণের মেয়াদ ফের বাড়ল বছর শেষে।
যাঁরা এখনও পর্যন্ত আধার ও প্যাড কার্ড লিংক করেননি, সবরকম সমস্যা থেকে দূরে থাকতে তাঁরা আগামী তিন মাসের মধ্যে তা করিয়ে ফেলুন। অনলাইনে সংযুক্তিকরণের প্রক্রিয়া খুব একটা কঠিন নয়। অনলাইনে আয়কর দপ্তরের সরকারি পোর্টালে গিয়ে লগ ইন করে। বা শুধুমাত্র আয়কর দপ্তরের হোম পেজে গিয়ে ‘লিংক আধার’ অপশনটি ক্লিক করবেন। অফলাইনেও দু’ভাবে আধার ও প্যান লিংক করা যায়। প্রথমত, কোনও তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে অ্যানেক্সচার-১ ফর্ম ভরতি করে। দ্বিতীয়ত এসএমএসের মাধ্যমে। আপনার মোবাইল থেকে লিখুন, ইউআইডিপ্যান (স্পেস) আপনার আধার নম্বর (স্পেস) প্যান নম্বর। তারপর এসএমএসটি ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.