Advertisement
Advertisement

Breaking News

Income Tax Return

বাড়ছে না আয়কর নথি জমা দেওয়ার সময়সীমা, ঘোষণা কেন্দ্রের

৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা দিতে হবে।

Deadline of income tax filing not to be extended | Sangbad Pratidin

ছবি:প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:July 22, 2022 5:32 pm
  • Updated:July 22, 2022 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে না। শুক্রবার সেই কথা ঘোষণা করলেন রাজস্ব মন্ত্রকের সচিব তরুণ বাজাজ। ফলে আগামী ৩১ জুলাইয়ের পরে আর আয়করের রিটার্ন (Income Tax) জমা দিলে বাড়তি জরিমানা গুণতে হবে। মন্ত্রকের অনুমান, নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে আয়কর রিটার্ন জমা দিয়ে দেবেন। ইতিমধ্যেই দুই কোটির বেশি আয়কর রিটার্ন জমা পড়ে গিয়েছে। বাকি দিনের মধ্যেই অধিকাংশ রিটার্ন জমা পড়ে যাবে বলে ধারণা রাজস্ব মন্ত্রকের।

একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে তরুণ বাজাজ জানিয়েছেন, “মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে, আয়কর রিটার্ন জমা (IT Return) দেওয়ার সময়সীমা বাড়ানো হবে। ফলে প্রথম থেকেই আয়কর রিটার্ন ফাইল করতে একটা ঢিলেমি দেখা দেয় তাঁদের মধ্যে। কিন্তু সময়সীমা যত এগিয়ে আসে, ততই রিটার্ন জমা দেওয়ার সংখ্যা বাড়তে থাকে। গত কিছুদিন ধরে গড়ে ১৫ লক্ষ থেকে ১৮ লক্ষের মতো রিটার্ন পেয়েছি আমরা। আশা করছি, সময়সীমা শেষ হওয়ার আগে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ লক্ষ রিটার্ন ফাইল করা হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘অগ্নিপথ’ তাণ্ডবে রেলের ক্ষতি ২৫৯ কোটি টাকা, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব]

তরুণ আরও জানিয়েছেন, গত বছর আয়কর (Income Tax Deadline) জমা দেওয়ার শেষদিনে ৫০ লক্ষ আয়কর রিটার্ন জমা দেওয়া হয়েছিল। সেই কথা মাথায় রেখেই কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, অন্তত এক কোটি নথি জমা পড়তে পারে শেষ দিন অর্থাৎ ৩১ জুলাইতে। আয়করদাতারা সাধারণত অপেক্ষা করেন, একেবারে শেষ দিনেই আয়কর জমা দেবেন তাঁরা। কিন্তু সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সময়সীমা বাড়ানোর কথা ভাবা হচ্ছে না।

প্রসঙ্গত, গত দু’বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল সরকার। কোভিডের কারণে আয়কর সংক্রান্ত কাজকর্ম ব্যাহত হয়েছিল বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্ধিত সময়ের মধ্যে প্রায় ছয় কোটি মানুষ আয়কর রিটার্ন জমা করেছিলেন। সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা গিয়েছে, এখনও অর্ধেক মানুষ আয়কর রিটার্ন জমা দেননি। তাঁদের মধ্যে ৩৭ শতাংশ মানুষ মনে করেন, ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন জমা করা সম্ভব নয়।

[আরও পড়ুন: ‘আদিবাসী রাষ্ট্রপতি মানি না’, ফেসবুকে বিতর্কিত পোস্ট করে চাকরি খোয়ালেন সংবাদমাধ্যম কর্মী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement