Advertisement
Advertisement
Maharashtra

মিড ডে মিলে মরা সাপ! শিশুকে খিচুড়ি খাওয়াতে গিয়ে আঁতকে উঠলেন অভিভাবক

মহারাষ্ট্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হুলস্থুল।

Dead Snake Found In Mid-Day Meal Packet In Maharashtra

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:July 4, 2024 2:09 pm
  • Updated:July 4, 2024 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিডডে মিলে আরশোলা, টিকটিকি, ইঁদুর আগেও পাওয়া হয়েছে। এবার পশ্চিম মহারাষ্ট্রের (Maharastra) সাংলি জেলায় সরকার পরিচালিত একটি অঙ্গনাওয়াড়ি (নার্সারি) স্কুলে শিশুদের মিডডে মিলের প্যাকেটে পাওয়া গেল মরা সাপ! শিশুকে খাওয়াবেন বলে প্যাকেট খুলেই আঁতকে ওঠেন অভিভাবক। শিশুর মা-বাবা চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন।

অঙ্গনওয়াড়ির রাজ্য সংগঠনের সহসভাপতি আনন্দী ভোসলে জানান, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাংলি জেলার পালুসে। অঙ্গনাওয়াড়ি কেন্দ্র থেকে ছ’মাস থেকে তিন বছর বয়সি শিশুদের মিডডে মিল দেওয়া হয়। বুধবার আনন্দী বলেন, “মঙ্গলবার পালুসের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্যাকেটে ‘ডাল খিচুরি’ পরিবেশন করা হয়েছিল। এক শিশুর বাবা-মা অভিযোগ করেছেন, তাঁদের যে প্যাকেট দেওয়া হয়েছিল, তাতে মরা সাপ মিলেছে। অঙ্গনওয়াড়ির এক সেবিকাই ঘটনার কথা জানিয়েছেন। জেলার অধিকর্তা অবশ্য বিষয়টি নিশ্চিত করেননি।

Advertisement

 

[আরও পড়ুন: কোল্ড ড্রিঙ্কে নেশার দ্রব্য, হায়দরাবাদে অচৈতন্য তরুণীকে গাড়ির ভিতরেই ধর্ষণ!]

সূত্রের খবর, বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা পরিষদের অধিকর্তা সন্দীপ যাদবের নেতৃত্বে একটি দল ওই অঙ্গনাওয়াড়ি কেন্দ্রে যান। তারা খাবারের প্যাকেটটি খতিয়ে দেখতে নমুনা পরীক্ষাকেন্দ্রে পাঠিয়েছেন। তবে জেলা পরিষদের অধিকর্তার সঙ্গে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

 

[আরও পড়ুন: ফের ভয়ংকর গুলির লড়াই ছত্তিশগড়ে, যৌথবাহিনীর এনকাউন্টারে খতম ৫ মাওবাদী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement