প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের শয্যায় শায়িত মৃতদেহের চোখ গায়েব! এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিহারের পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাড়ির লোকের অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষের জবাব, বোধহয় ইঁদুর খুবলে নিয়ে গিয়েছে মৃত ব্যক্তির চোখ।
ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ফান্টুস। ১৪ নভেম্বর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিবার পুলিশকে জানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ১৫ তারিখ যুবকের অস্ত্রোপচার হয়। তাঁকে আইসিউতে স্থানান্তর করা হয়। তবে সেই রাতেই অর্থাৎ শুক্রবার মারা যান তিনি। সেই দিন দেহের ময়নাতদন্ত হয়নি। ‘বডি’ আইসিউ বেডেই রাখা ছিল। শনিবার সকালে দেহ নিতে গিয়ে বাড়ির লোক দেখেন মৃতদেহের বাঁ চোখটি নেই! ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দিনভর বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। চিকিৎসক ও কর্মচারীদের দাবি, ইঁদুরে চোখ খুবলে নিয়ে যেতে পারে।
কিন্তু পরিবারের অভিযোগ বেডের নিচ থেকে একটি সার্জারি ব্লেড পাওয়া গিয়েছে। ঘটনায় চার সদস্যদের একটি দল গঠন করা হয়েছে। যারা ঘটনার তদন্ত করে অভ্যন্তরীণ রিপোর্ট পেশ করবে। হাসপাতালের সুপার ডা. বিনোদ কুমার বলেন, “মৃতদেহ থেকে কেউ চোখ কেটে নিয়ে গিয়েছে অথবা ইঁদুরে চোখ খুবলে নিয়ে গিয়েছে। দুটো ক্ষেত্রেই আমাদের ব্যর্থতা। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.