প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ যেন নৈরাজ্য প্রদেশ! একের পর এক খুন, গণধর্ষণ, গোষ্ঠী সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যে। এর মধ্যেই ফের শুট আউট কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতেই। গুলি চালিয়ে খুন করা হল যুবককে। খুনের অভিযোগ উঠেছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধেই। শুধু তাই-ই নয়, ঘটনাস্থল থেকে যে পিস্তল উদ্ধার হয়েছে, সেটি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বলেই জানা গিয়েছে।
শুক্রবার সকালে হাড়হিম করা হত্যাকাণ্ডটি ঘটেছে লখনউয়ে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে। যদিও মন্ত্রীর দাবি, গুলি চালনার সময় তাঁর ছেলে বিকাশ সেখানে ছিলেন না। বৃহস্পতিবার বিকেলের উড়ানে দিল্লি গিয়েছেন তিনি। বোর্ডিং পাস, উড়ানের ভিতরের ছবিও দেখিয়েছেন তিনি। পুলিশ তদন্তে নেমে তিন সন্দেহভাজন যুবককে আটক করেছে। তাদের নাম অজয় রাওয়াত, অঙ্কিত ভার্মা এবং শামিম গাজি। পুলিশ বলেছে, অঙ্কিত ভার্মাই নিহত বিনয় শ্রীবাস্তবের ভাই বিকাশকে ফোন করে ঘটনাটি জানান। কিন্তু কী কারণে খুন, তা জানা যায়নি। মন্ত্রীর ছেলে বিকাশের বন্ধু ছিল বিনয়। সে স্থানীয় বিজেপি নেতা হিসাবে পরিচিত।
সংবাদ সংস্থা জানিয়েছে, তখন ভোর চারটে। লখনউয়ের বেগারিয়া গ্রামে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে এই গুলি চালনার ঘটনা ঘটে। নিহত যুবকের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের অভিযোগ উঠছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধেই। কারণ, যে পিস্তল থেকে গুলি করা হয়েছে সেটি বিকাশ কিশোরের নামে নথিভুক্ত। পুলিশ বলেছে, বাড়িতে সিসিটিভি রয়েছে, তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক দলও। কিন্তু প্রশ্ন, বিনয় ওই ভোরে কেন সেখানে গিয়েছিলেন? যেখানে তাঁর বন্ধু বাড়িতে ছিলেন না। বিনয়ের ভাইয়ের দাবি, বিকাশ তাঁর অস্ত্র সর্বদা সঙ্গেই রাখতেন। তাহলে তাঁর পিস্তল ফেলে গেলেন কেন? এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে তিনি মনে করছেন। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ঘটনার সময় আমার ছেলে বাড়িতে ছিল না। পুলিশ তদন্ত করছে, সত্যিটা অবশ্যই সামনে আসবে। অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হবে। নিহত যুবকের পরিবারের সঙ্গে রয়েছি আমরা। বিনয় আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.