ছবি: প্রতীকী
আনলক ফোরেও দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৯ জন। মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৯০ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১ লক্ষ ৯০ হাজার ৬৩ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৭৩০ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.১২: অক্সফোর্ডের টিকা নিয়ে DCGI’র শোকজ নোটিস পাওয়ার পর তা মেনে চলবে বলে জানাল সেরাম ইনস্টিটউট অফ ইন্ডিয়া।
Serum Institute says will adhere to DCGI instructions after show cause over not pausing trial of COVID-19 vaccine
Read @ANI Story| https://t.co/t7gZLurias pic.twitter.com/CcbEc1Kzik
— ANI Digital (@ani_digital) September 9, 2020
রাত ১০.৫০:অসমে গত ২৪ ঘণ্টায় করোনার জীবাণু মিলল ২২৩৪জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৩৩ হাজার। মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।
Assam reports 2,243 COVID-19 cases today, taking the total cases to 1,33,066 including 1,01,239 recoveries, 396 deaths and 31,428 active cases: State Health Minister Himanta Biswa Sarma pic.twitter.com/nsbP9MiFes
— ANI (@ANI) September 9, 2020
রাত ১০:মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমছে না কিছুতেই। নতুন করে আক্রান্ত ২৩,৮১৬জন । করোনামুক্ত ১৩,৯০৬।
Maharashtra reports 23,816 new #COVID19 cases, 13,906 discharges and 325 deaths today. The total number of cases in the state rises to 9,67,349 including 6,86,462 recoveries and 2,52,734 active cases: Public Health Department, Maharashtra pic.twitter.com/HsnWxRv2Og
— ANI (@ANI) September 9, 2020
রাত ৯.৩৪: রাজস্থানে নতুন করে করোনা আক্রান্ত ১৬১০, মৃত্যু হয়েছে ১৪ জনের। জানাল রাজ্য স্বাস্থ্যদপ্তর।
1,610 new COVID-19 positive cases and 14 deaths reported in Rajasthan till 8.30 pm today. Total number of cases now at 95,736 including 15,108 active cases and 1,178 deaths: State Health Department pic.twitter.com/UDvqVPEfLQ
— ANI (@ANI) September 9, 2020
রাত ৯.২৭:তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৫৫৮৪, মৃত ৭৮।
Tamil Nadu records 5,584 new #COVID19 cases and 78 deaths today; 6,516 people discharged. The total number of positive cases in the state rises to 4,80,524 including 4,23,231 discharges and 8,090 deaths: State Health Department pic.twitter.com/MourwkGQeB
— ANI (@ANI) September 9, 2020
রাত ৯. ১০: অক্সফোর্ডের প্রতিষেধকের ট্রায়াল বন্ধ নিয়ে সেরাম ইনস্টিটউট অফ ইন্ডিয়াকে শোকজ নোটিস পাঠাল DCGI. ভারতে এই সংস্থাই করোনা মোকাবিলায় অক্সফোর্ডের টিকা তৈরি করছে। অক্সফোর্ডে এই ভ্য়াকসিনের ট্রায়াল চলাকালীন একজন অসুস্থ হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় পরীক্ষামূলক প্রয়োগ।
DCGI sends show cause notice to Serum Institute for not pausing trial of COVID-19 vaccine
Read @ANI Story | https://t.co/RYRoStDIs1 pic.twitter.com/9cLrbz95yF
— ANI Digital (@ani_digital) September 9, 2020
রাত ৮.২০: লোকাল ট্রেন এই মুহূর্তে চলার কোনও সম্ভাবনাই নেই। সাফ জানিয়ে দিল রেল।
রাত ৮.০৫: কোভিড হাসপাতালগুলিতে চিকিৎসা পদ্ধতিকে আরও ত্বরাণ্বিত করতে জোর পশ্চিম মেদিনীপুর জেলা টাস্ক ফোর্সের বৈঠকে।
সন্ধে ৭.৫৯:আগামী রবিবার NEET পরীক্ষার্থীদের যাতায়াতের যাবতীয় ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি কোভিড পজিটিভ হওয়া পরীক্ষার্থীদের প্রয়োজনে আইসোলেশন রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বুধবার তিনটি পৃথক মামলার জেরে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
সন্ধে ৭.৪৬:সাপ্তাহিক লকডাউনের পরও রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩১০৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের, পরিসংখ্যান স্বাস্থ্যদপ্তরের।
West Bengal reports 3,107 new #COVID19 cases and 53 deaths today; 2,967 discharged. The total cases in the state stand at 1,90,063, including 3,730 deaths and 1,62,992 discharged patients. Active cases 23,341: Department of Health & Family Welfare, West Bengal pic.twitter.com/IAxDSfDiZY
— ANI (@ANI) September 9, 2020
সন্ধে ৭.২৯: করোনা পরিস্থিতিতে অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরে। ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে ছাত্রছাত্রীরা সাদা কাগজে উত্তর লিখবেন। অ্যাডমিট না থাকায় রোল নম্বর থাকবে না। উত্তরপত্রের শুরুতে পড়ুয়াদের শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
সন্ধে ৬.৪০: মাত্র পাঁচ সপ্তাহের মাথায় চাকরির নিয়োগপত্র দেওয়া হল করোনায় মৃত মহিলা ASI-এর ছেলেকে। দেওয়া হয়েছে আর্থিক সাহায্য়ও। রাজ্য সরকারের এই সহযোগিতার তুমুল প্রশংসা বিভিন্ন মহলে।
সন্ধে ৬.৩২: দিল্লিতে একদিনের বিধানসভা অধিবেশন বসছে ১৪ তারিখ। দুপুর ২ টো শুরু অধিবেশন। প্রত্যেক বিধায়ককে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশনে যোগ দিতে হবে।
One-day session of Delhi Assembly to be convened on 14th September. The sitting of the assembly will commence at 2 pm. All members to wear a face mask and practice social distancing: Legislative Assembly Secretariat
— ANI (@ANI) September 9, 2020
সন্ধে ৬.২৭: আগামী ১২ তারিখ রাজ্যে পূর্ণ লকডাউন প্রত্যাহার করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
সন্ধে ৬.২০: জম্মু-কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৬১৭ জন।
1,617 new #COVID19 cases reported in Jammu and Kashmir today; 894 from Jammu division and 723 from Kashmir division. Total number of cases now at 47,542 including 12,839 active cases, 33,871 recoveries and 832 deaths: Govt of Jammu and Kashmir pic.twitter.com/AoMA79zWKP
— ANI (@ANI) September 9, 2020
সন্ধে ৬.০২:উত্তরপ্রদেশের করোনা চিত্র ভয়াবহ। নতুন করে আক্রান্ত ৬৭১১, মৃত্য হয়েছে ৬৬জনের।
Uttar Pradesh reports 6,711 new COVID-19 cases and 66 deaths, taking active cases to 64,028, recoveries to 2,16,901 and death toll to 4,112: State Health Department pic.twitter.com/C5weQPFPMG
— ANI UP (@ANINewsUP) September 9, 2020
বিকেল ৫.৩৭: বিহারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দেড় লক্ষ।
The #COVID19 tally in Bihar rises to 1,52,192, including 775 deaths and 1,35,791 recoveries. Active cases stand at 15,625: Government of Bihar pic.twitter.com/oJdJfk61gd
— ANI (@ANI) September 9, 2020
বিকেল ৪.৪০: শ্রীনগরে সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের করোনা পরীক্ষা করা হল।
Srinagar: Directorate of Agriculture (DoA), J&K teams up with Directorate of Health Services to conduct #COVID19 tests for all govt employees.
“Govt of J&K has taken the initiative to get every employee tested for #COVID19 to stop spread of virus,” says S Andrabi, Director, DoA. pic.twitter.com/JUvhI3ndAj
— ANI (@ANI) September 9, 2020
বিকেল ৪.১৬: অক্সফোর্ডের টিকার পরীক্ষামূলক প্রয়োগের নেতিবাচক ফল মিলেছে। তাহলে ভারতেও কি বন্ধ হয়ে যাবে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ? দায়িত্বে থাকা সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, ভারতের ট্রায়ালে কোনও নেতিবাচক ফল মেলে নি। তাই এখনই বন্ধ হচ্ছে।
দুপুর ৩.৩৬: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও এবার ওপেন বুক এক্সাম পদ্ধতিতেই পরীক্ষা হবে। পরীক্ষাসূচি শীঘ্রই ঘোষিত হবে বলে খবর। এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মোট ২৪টা কলেজের ৩০ হাজার পড়ুয়া স্নাতক ফাইনালের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেবে।
দুপুর ৩.০৫: করোনা কালে আত্মনির্ভরতার রাস্তা প্রশস্ত। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে ১০,৩৩৯ কোটি টাকা অনুদান দিল সড়ক পরিবহণ মন্ত্রক। আরও ২৪৭৫ কোটি টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানাল মন্ত্রক।
A sum of Rs 10,339 crore released by the Ministry during #COVID19 period under the simplified payment process as envisaged in ambitious Aatm-Nirbhar Bharat scheme. Another sum of Rs 2475 crore is being processed&likely to be released soon: Ministry of Road Transport & Highways
— ANI (@ANI) September 9, 2020
দুপুর ২.৪২: পরীক্ষার পর ফলপ্রকাশে আর গড়িমসি নয়। আগামী ১১ সেপ্টেম্বর সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা JEE’র ফল বেরতে পারে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর টুইটে বাড়ল জল্পনা। চলতি বছর করোনা আবহে ১ থেকে ৬ সেপ্টেম্বর JEE নেওয়া হয়েছে দেশজুড়ে।
My heartfelt thanks to all students and parents for reposing trust in the government and participating in #JEEMain exam. Process for result declaration has begun and results will be announced soon. @PIB_India @MIB_India @EduMinOfIndia @DDNewslive
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) September 9, 2020
দুপুর ১.৩৪: মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৩৩ জন পুলিশ কর্মী।
533 more Maharashtra police personnel tested #COVID19 positive while 3 died, in the last 24 hours. Total number of positive cases in the police force rise to 17,972 including 3,523 active cases, 14,269 recoveries & 180 deaths till date: Maharashtra Police
— ANI (@ANI) September 9, 2020
দুপুর ১.৩০: পুদুচেরিতে করোনা একদিনে আক্রান্ত ৩৪১ জন।
Puducherry reports 341 new #COVID19 cases and 10 deaths today, taking total cases to 18,084 including 12,967 recoveries and 347 deaths. Number of active cases now at 4,770 cases: Health Department, Puducherry pic.twitter.com/x1ebnOavjY
— ANI (@ANI) September 9, 2020
দুপুর ১.১২: দেশের সমস্ত ধর্মীয় স্থান খোলা নিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ল পিটিশন। করোনা পরিস্থিতিতে দেশজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি হয় বন্ধ, নয়ত নিয়ন্ত্রিত সংখ্যায় ভক্তদের প্রবেশের কথা বলা হয়েছে। এর বিরোধিতা করেই শীর্ষ আদালতে পিটিশন জমা পড়েছে। এ নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।
Supreme Court agrees to examine a plea, seeking the re-opening of religious places in the country of all faiths that have remained closed or restricted for access due to the COVID-19, and issued notice to Centre and State governments on the plea pic.twitter.com/rETnd19UDr
— ANI (@ANI) September 9, 2020
বেলা ১২.৫০: দেশে দৈনিক সংক্রমণের ৬০ শতাংশই রয়েছে পাঁচটি রাজ্যে। আর তার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।
60% of the total cases are recorded only in 5 states. Of the total 89,706 new cases, which have been reported in the last 24 hours, Maharashtra has alone contributed more than 20,000 and Andhra Pradesh has contributed more than 10,000: Ministry of Health pic.twitter.com/0Ab5xilXf9
— ANI (@ANI) September 9, 2020
বেলা ১২.৩০: করোনার ছোবলে বাদুড়িয়া পুরসভার চেয়্যারম্যান তুষার সিংহের মৃত্যু হল।
বেলা ১২.২০: চেন্নাইতেও শুরু হল মেট্রো পরিষেবা।
Chennai Metro Rail services resumed in a graded manner in the Blue Line between Washermenpet to Airport from September 7 & green line between St. Thomas Mount & Puratchi Thalaivar Dr MG Ramachandran Central Metro today, September 9 from 7 am: Chennai Metro pic.twitter.com/xmJY3gKFwE
— ANI (@ANI) September 9, 2020
বেলা ১২.০০: NEET পিছিয়ে দেওয়ার নতু আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। এদিন সেই আবেদন খারিজ করল শীর্ষ আদালত।
Supreme Court today refused to entertain a fresh batch of petitions, seeking to postpone NEET 2020 examination scheduled to be held on September 13. Review petitions also dismissed by Court. pic.twitter.com/JblIuerd7D
— ANI (@ANI) September 9, 2020
সকাল ১১.১০: ওড়িশায় একদিনে করোনা আক্রান্ত তিন হাজারের বেশি।
Odisha reported 3,748 new #COVID19 cases on September 8, taking the total number of positive cases in the state to 1,35,130 including 1,02,185 recoveries and 32,312 active cases: State Health Department
— ANI (@ANI) September 9, 2020
সকাল ১০.৪২: অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল।
সকাল ১০.২২: একদিনে রাজস্থানে করোনা আক্রান্ত ৭২৮ জন।
728 new COVID-19 positive cases and 7 deaths reported in Rajasthan. Total number of cases now at 94,854 including 15,761 active cases and 1,171 deaths: State Health Department pic.twitter.com/dBng2oRiFH
— ANI (@ANI) September 9, 2020
সকাল ১০.০০: কোভিড নিয়মবিধি কার্যকর করতে দিল্লি পুলিশকে বিশেষ নিয়ম জারি করা হচ্ছে।
In view of spread of #coronavirus in Delhi, each Police Station shall detail one dedicated team comprising of an upper subordinate & one lower subordinate to report to one location in their respective district to prosecute persons who violate protocols: Delhi Police
— ANI (@ANI) September 9, 2020
সকাল ৯.৪৪: দেশে একদিনে করোনা আক্রান্ত ৮৯ হাজার ৭০৬ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ১১৫ জনের।
India’s #COVID19 case tally crosses 43 lakh mark with a spike of 89,706 new cases & 1,115 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 43,70,129 including 8,97,394 active cases, 33,98,845 cured/discharged/migrated & 73,890 deaths: Ministry of Health pic.twitter.com/a3xVEkeo0O
— ANI (@ANI) September 9, 2020
সকাল ৯.৩৫: হিমাচল প্রদেশের প্রান্তিক গ্রামগুলিতে করোনা নিয়ে সতর্কতামূলক প্রচার চালাবে আইটিবিপির জওয়ানরা।
A 7-day trekking expedition launched by 19th Battalion of Indo-Tibetan Border Police (ITBP) in Sarhan, Himachal Pradesh. The expedition will cover border villages to spread awareness on #COVID19. The team includes four women personnel: ITBP pic.twitter.com/BeOYoOi76a
— ANI (@ANI) September 9, 2020
সকাল ৯.১০: করোনা আক্রান্ত গাড়ির চালক, হোম কোয়ারেন্টাইনে বাম নেতা সুজন চক্রবর্তী।
সকাল ৮.৫৭: লক্ষ্যমাত্রা পার। গত ২৪ ঘণ্টায় দেশে ১১ লক্ষেরও বেশি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে।
A total of 5,18,04,677 samples tested up to 8th September 2020. Of these, 11,54,549 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/MdDvDizsa8
— ANI (@ANI) September 9, 2020
সকাল ৮.৪৭: করোনা চিকিৎসায় আশার আলো দেখিয়েছিল প্লাজমা থেরাপি। তাতেও মৃত্যুহার কমানো যাবে না বলে আশঙ্কা প্রকাশ করলেন বিশেষজ্ঞরা।
সকাল ৮.৩০: করোনা মোকাবিলায় ভারতের পাশে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের সমস্ত শাখা সংস্থাগুলি ভারতের পাশে থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের স্পিকার।
সকাল ৮.১৮: দিল্লির ব্লু লাইনে ও পিঙ্ক লাইনেও চালু হল মেট্রো পরিষেবা।
Delhi: As part of stage-I of resumption of metro services, DMRC resumes operations on its Blue Line today; visuals from Rajiv Chowk metro station.
A commuter says, “It’s a good decision to resume metro services; COVID19 norms being followed so it feels safe to travel” pic.twitter.com/thlhAM7R8b
— ANI (@ANI) September 9, 2020
সকাল ৮.১০: ট্রায়ালে নেতিবাচক ফল মিলতেই অ্যাস্ট্রোজেনকার টিকার পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত করল অক্সফোর্ড।
AstraZeneca puts leading #COVID19 vaccine trial on hold over safety concern: Reuters
— ANI (@ANI) September 9, 2020
সকাল ৮.০০: মহামারী আবহে আজ থেকে শুরু হচ্ছে বাংলার বিধানসভা অধিবেশন। মানা হবে কড়া নিয়মবিধি। বিধানসভা অধিবেশনে অংশ নিচ্ছেন না অর্থমন্ত্রী অমিত মিত্র, পরিবহণ ও সেচ জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বয়সজনিত ও শারিরীক অসুস্থতার কারণে সংক্রমণের ঝুঁকি থাকায় আসছেন না আরও কয়েকজন মন্ত্রী এবং বিধায়কও। দুপুর ১টায় শুরু হবে অধিবেশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.