সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাথরাস কাণ্ডে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, কেন স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরিকে ধরছে না পুলিশ? তাঁর সেভাবে হদিশও মিলছিল না। কিন্তু অবশেষে দুর্ঘটনার পর প্রথমবার ক্যামেরার সামনে দেখা মিলল বাবার। তাঁকে বলতে শোনা গেল, ”যার জন্য সেদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আমার বিশ্বাস সে নিস্তার পাবে না।”
হাথরাসে (Hathras) সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন খোদ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু আলোচনার কেন্দ্রে যিনি সেই ভোলে বাবা এতদিন পর্যন্ত কোনও মন্তব্য করেননি। এই প্রথম ক্যামেরার সামনে দেখা গেল তাঁকে। তাঁর কথায়, ”ঈশ্বর এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন আমাদের। প্রশাসন ও সরকারের উপরে বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস, যার জন্য সেদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সে নিস্তার পাবে না। আমার আইনজীবী এ পি সিংয়ের মাধ্যমে আমি কমিটির সদস্যের কাছে আর্জি জানাচ্ছি মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার এবং জীবনভর তাঁদের সাহায্য করার।”
প্রসঙ্গত, দুর্ঘটনার পর ভোলে বাবাকে নিয়ে নানা সমালোচনা হলেও এফআইআরে তাঁর নাম নেই। ভোলে বাবার ‘মুখ্য সর্দার’ অর্থাৎ ঘনিষ্ঠ সহকারী এই মামলায় প্রধান অভিযুক্ত। তাঁকে ইতিমধ্য়েই গ্রেপ্তার করেছে পুলিশ। এযাবৎ সব মিলিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ৮০ হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে, উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ। আরও অভিযোগ, আয়োজকরা ট্রাফিক ম্যানেজমেন্টে যেমন সহযোগিতা করেননি তেমনই পদপিষ্টের ঘটনার পরে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.