সংবাদ প্রিতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় প্রধান অভিযুক্ত আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিমকে গ্রেফতার করে ভারতে নিয়ে আসার ব্যাপারে ফের আশা দেখাল কেন্দ্র সরকার৷ মঙ্গলবার স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, খুব শীঘ্রই ধরা পড়বে দাউদ ইব্রাহিম৷ তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হবে ভারতে৷ এ বিষয়ে নয়াদিল্লির তরফে প্রয়োজনীয় সব পদক্ষেপও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ সম্প্রতি ভারতীয় গায়েন্দারা পাকিস্তানের মাটিতে দাউদের ডেরা চিহ্নিত করে ফেলেছেন বলে রটে যায় বিভিন্ন সংবাদমাধ্যমে৷ বিদেশ মন্ত্রকের তরফে এই খবরের সত্যতা নিয়ে কোনও মন্তব্য করা না হলেও দাউদকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ইসলামাবাদকে যে বোঝানোর প্রক্রিয়া চলছে তা স্বীকার করে নেয় সাউথ ব্লক৷ এদিনও সেই সুর বজায় রেখেই রাজনাথ সিং জানিয়েছেন, দাউদ ইব্রাহিম একজন আন্তর্জাতিক জঙ্গি৷ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিয়েই তাঁকে ধরতে হবে৷ যে কোনও মূল্যে দাউদকে ভারতে আনব আমরা৷ দাউদের বিষয়ে যাবতীয় তথ্যসম্বলিত কাগজপত্র ইতিমধ্যেই পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও এদিন এক বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানান স্বরাষ্ট্রমন্ত্রী৷ তবে কবে দাউদ ধরা পড়বে সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমাই তিনি জানাননি৷ প্রসঙ্গত, দাউদের হদিশ নিয়ে ইতিমধ্যেই সংসদেও একপ্রস্থ রাজনৈতিক চাপানউতোর হয়ে গিয়েছে৷ সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এদিনের দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
এদিকে আইএসের কোনও হুমকিকেই গুরুত্ব দিতে নারাজ রাজনাথ সিং৷ সম্প্রতি ফের ভারতের উপর হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে আইএসআইএস৷ এই ভিডিওতে ভারতীয় জঙ্গিদের মুখ দিয়েই ভারতে হামলার হুঁশিয়ারি দিয়েছে আইএস৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ভারতীয় মুসলিমরা আইএস-এর জঙ্গি কার্যকলাপ সমর্থন করে না৷ ভারতের মাটিতে কোনওভাবেই সফল হবে না তারা৷ ভারতীয় নিরাপত্তা বাহিনীও যথেষ্ট সতর্ক রয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.