সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোরের উপর নয়, এ যেন ডনের উপর বাটপাড়ি৷ গোটা বিশ্বের তাবড় ব্যবসায়ীরা যখন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের ভয়ে কাবু, ঠিক তখনই দাউদের টাকা নিয়ে চম্পট দিল তারই এক শাগরেদ৷ দাউদের এই শাগরেদের নাম খালিক আহমেদ৷
জানা গিয়েছে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ কোটি টাকা তোলা তুলেছিল খালিক৷ দাউদের নাম করে তোলা এই টাকার মধ্যে ৪০ কোটি টাকা হাওলায় বিদেশে পাঠানোর কথা ছিল তার৷ আর বাকি পাঁচ কোটি টাকা ডনের যাতায়াতের খরচ বাবদ রেখে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল৷ ৪০ কোটির অর্ধেক যাওয়ার কথা ছিল পানামার একটি ব্যাঙ্কে আর বাকিটা লাগত দাউদের ব্যবসায়।
কিন্তু বাস্তবে এমনটা হল না৷ ৪০ কোটি নিয়ে ফেরার হল খালিক৷ ভারতীয় গোয়েন্দারা পাকিস্তানে দাউদের ডান হাত জাবির মোতি ও খালিকের ফোন ট্যাপ করে এই তথ্য জানতে পেরেছে৷ খালিকের সঙ্গে কথোপকথনে মোতি তাকে বলে, দাউদের লোক রাজ্জাক ভাইয়ের নজরে পড়েছে টাকার অঙ্কের এই গন্ডগোলের কথা। দাউদকে ‘বড়ে হজরত’ বলে সম্বোধন করে মোতি বলে, খালিক দাউদকে ঠকিয়েছে, তার সম্মানহানি করেছে সে।
যদিও খালিকের দাবি, দাউদের সঙ্গে কোনওরকম বেইমানি সে করেনি৷ কিন্তু এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে খালিক৷ জানা গিয়েছে, মণিপুরে আশ্রয় নিয়েছে সে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.