Advertisement
Advertisement

Breaking News

Honour killing

ভোরের আলোয় অভিসার কিশোরীর, প্রেমিক-সহ কুপিয়ে মারল বাবা!

ফের 'অনার কিলিং' যোগীরাজ্যে!

Daughter steps out to meet her lover at 4am, dad allegedly kills both in UP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 3, 2024 3:52 pm
  • Updated:January 3, 2024 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোর চারটের সময় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ১৯ বছরের কিশোরীর। টের পেয়ে বাবা কোদাল দিয়ে কুপিয়ে মারলেন মেয়েকে! সেই সঙ্গে মেয়ের কুড়ি বছরের কিশোর প্রেমিককেও মেরে ফেললেন অভিযুক্ত। ফের এমনই ‘অনার কিলিং’-এর (Honour Killing) অভিযোগ উঠল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। জানা গিয়েছে, অভিযুক্ত নিজের অপরাধের কথা কবুল করেন পুলিশের কাছে।

জানা গিয়েছে, যোগীরাজ্যের বাদাউন জেলার বাসিন্দা ওই কিশোরী। এসম্পর্কে বলতে গিয়ে পুলিশ সুপারিটেন্ডেন্ট ও পি সিং সংবাদমাধ্যমকে জানান, ”এক ১৯ বছরের কিশোরী ও তাঁর ২০ বছরের বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে মেয়েটির বাবা ও অন্য আত্মীয়রা। অভিযুক্ত মহেশ থানায় আত্মসমর্পণ করেছেন। তিনি সঙ্গে করে খুনের রক্তাক্ত অস্ত্র সঙ্গে নিয়েই এসেছিলেন। আমরা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছি। অভিযুক্তর বিরুদ্ধে খুন থেকে শুরু করে নানা ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত তরুণের অভিভাবকরা কিশোরীর অভিভাবক ও তাঁর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিশোরীর অভিভাবকদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]

জানা গিয়েছে, নিহত তরুণ হিমাচলপ্রদেশে চাকরি করতেন। ৩১ ডিসেম্বর তিনি পুরনো পাড়ায় ফেরেন। আর তার পরই প্রেমিকার বাবার হাতে প্রাণ হারাতে হল তাঁকে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

[আরও পড়ুন: আইআইটি বেনারস গণধর্ষণে অভিযুক্তদের ছবি মোদি-যোগীদের সঙ্গে, তোপ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement