Advertisement
Advertisement
Lucknow

বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মধ্যে NIA আধিকারিকের মেয়ের রহস্যমৃত্যু! চাঞ্চল্য যোগীরাজ্যে

তৃতীয় বর্ষের আইনের পড়ুয়া ছিলেন মৃত ছাত্রী।

Daughter of NIA official, found dead in hostel room in Lucknow
Published by: Amit Kumar Das
  • Posted:September 1, 2024 7:39 pm
  • Updated:September 1, 2024 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের মধ্যেই রহস্যমৃত্যু আইপিএস কন্যার। লখনউয়ের ‘রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি’তে এলএলবি তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন বছর ১৯-এর অনিকা রাস্তোগি। শনিবার রাতে হোস্টেলের মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত ছাত্রী আইপিএস আধিকারিক সন্তোষ রাস্তোগির কন্যা। সন্তোষ বর্তমানে দিল্লির এনআইএ-এর আইজি হিসেবে কর্মরত। মৃতের বন্ধুদের দাবি, শনিবার রাতে নিজের ঘরে ঢোকে অনিকা। এর কিছুক্ষণ পর তাঁকে ডাকাডাকি করা হলেও দরজা খোলেনি সে। দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করার পর দরজা ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে অনিকা। ওই অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Advertisement

[আরও পড়ুন: শান্তিচুক্তির এক মাসের মধ্যে ফের রক্তাক্ত মণিপুর! মেয়ের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মায়ের]

কীভাবে তাঁর তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই স্পষ্ট করে জানানো সম্ভব নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, মৃতার ঘর ভেতর থেকে বন্ধ করা ছিল। এমনকী ঘরের ভেতর সন্দেহজনক সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তাছাড়া বাইরে থেকে তাঁর শরীরে কোনও ক্ষত চিহ্নও মেলেনি।

[আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিলের সমীক্ষায় বিজেপি! মুসলিমদের মত জানবে দলের সংখ্যালঘু মোর্চা]

পুলিশের দাবি, মৃতের পরিবারের তরফে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশকর্তারা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement