Advertisement
Advertisement
Mizoram Chief Minister

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখতে চাননি ডাক্তার, ‘বেয়াদপ’ চিকিৎসককে ঘুসি মুখ্যমন্ত্রীর মেয়ের

মেয়ের কাণ্ডে ক্ষমা চাইলেন বাবা।

Daughter of Mizoram Chief Minister Zoramthanga Hits Doctor | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 21, 2022 4:40 pm
  • Updated:August 21, 2022 9:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর মেয়ে বলে কথা। ফলে অ্যাপয়েন্টমেন্টের ধার ধারেননি। সরসরি ক্লিনিকে হাজির হন চিকিৎসককে দেখাতে। তরুণ চিকিৎসকও তেমন লোক। সাফ জানিয়ে দেন, আগেভাগে সময় নিয়ে তবেই তাঁর কাছে আসতে হবে। চিকিৎসকের এমন ‘বেয়াদপি’তে রেগে আগুন হন মুখ্যমন্ত্রী কন্যা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, চিকিৎসকের উপর ঝাপিয়ে পড়েন তিনি। সপাটে ঘুসি চালান মুখে। তরুণ চিকিৎসক কোনওমতে সেই হামলা থেকে নিজেকে বাঁচান। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে মেয়ের কাণ্ডের জন্য ক্ষমা চাইলেন বাবা, মিজোরামের (Mizoram) মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা (Zoramthanga)।

মিজোরামের মুখ্যমন্ত্রীর মেয়ে মিলারি ছাংতে (Milari Chhangte) চিকিৎসক হেনস্তা করেন গত বুধবার। ওই দিন কোনওরকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আইজলের (Aizawl) একটি ক্লিনিকে হাজির হন তিনি, জনৈক ডার্মাটোলজিস্টকে (Dermatologist) দেখাবেন বলে। কিন্তু ওই চিকিৎসক সাফ জানিয়ে দেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মিলারিকে দেখবেন না। তাঁকে দেখাতে হলে অন্য রোগীদের মতোই আগেভাগে নাম লিখিয়ে আসতে হবে। এতেই রেগে আগুন হন মুখ্যমন্ত্রী কন্যা।

Advertisement

[আরও পড়ুন: ‘আত্মসম্মানের সঙ্গে আপস নয়’, গুলাম নবি আজাদের পর কংগ্রেসের পদ ছাড়লেন আনন্দ শর্মাও]

দিন দুয়েক আগে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছিল, তরুণ চিকিৎসকের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁর মুখে ঘুসি মারার চেষ্টা করছেন মিলারি। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা মুখ্যমন্ত্রীর মেয়েকে চিকিৎসকের থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এতেই তীব্র বিতর্ক দানা বাঁধে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মেয়ের আচরণ নিয়ে নিন্দায় সরব হয় নেটিজেনরা। ঘটনায় মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার নিয়েও কটুকথা বলা শুরু করে সাধারণ মানুষ। অন্যদিকে শনিবার চিকিৎসক হেনস্তায় প্রতিবাদ দেখায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) মিজোরাম শাখা। চিকিৎসকরা কালো ব্যাজ পড়ে কাজ করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zoramthanga (@zoramthangaofficial)

[আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ধরা পড়ে বিপাকে, বিজেপি নেতাকে বেদম জুতোপেটা স্ত্রীর, ভাইরাল ভিডিও]

এরপরই ঝামেলা মেটাতে রবিবার আসরে নামেন খোদ মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। গোটা ঘটনার জন্য তিনি জনতার কাছে ক্ষমা চান। ইনস্টগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করেন। নিজের হাতে লেখা সেই ‘ক্ষমাপত্রে’ মুখ্যমন্ত্রী জানান, আইজলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যে আচরণ করেছে মেয়ে তার জন্য আমি ক্ষমা চাইছি। আরও লেখেন, কোনওভাবেই এই কাজকে সমর্থন করা যায় না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement