সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল গোবলয়ের রাজ্যগুলিতেই নয়, গত কয়েক বছরে অসহিষ্ণুতার আঁচ ছড়াচ্ছে গোটা দেশেই। এবার তামিলনাড়ুতে (Tamil Nadu) হেনস্তার শিকার সপ্তম শ্রেণির এক ছাত্রী। বাবা গোরুর মাংস বিক্রি করেন, এই ‘অপরাধে’ স্কুলেই বেধরক মারধর করা হল নাবালিকাকে। এমনকী সতীর্থদের জুতো মুছিয়ে দিতে বাধ্য করা হয় ওই ছাত্রীকে। ঘটনায় অভিযুক্ত স্কুলেরই এক শিক্ষক। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কোয়েম্বাটোরের অশোকাপুরমের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অন্য দিনের মতোই মঙ্গলবার স্কুলে গিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযোগ, অভিনয় নামের এক শিক্ষক ক্লাসের মধ্যে প্রশ্ন করেন, ছাত্রীর বাবার দোকানে গরুর মাংস বিক্রি হয় কি না। গরুর মাংস বিক্রির কথা স্বীকার করলে ছাত্রীকে প্রথম বেধড়ক মারধর করা হয়। এর পর ক্লাসের অন্য পড়ুয়াদের জুতো মুছতে বাধ্য করা হয় তাকে।
বাড়ি ফিরে মা-বাবাকে অত্যাচারের কথা জানায় ছাত্রী। পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে জেলা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের কান অবধি পৌঁছেছে গোটা ঘটনা। যদিওযাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.