Advertisement
Advertisement

Breaking News

Loksabha Poll

ভোট ঘোষণার পরের দিনেই অরুণাচল, সিকিমে সূচি বদল, নতুন দিনক্ষণ জানাল কমিশন!

লোকসভার পাশাপাশি বিধানসভা ভোটও রয়েছে এই দুই রাজ্যে।

Date of counting of votes for Arunachal Pradesh and Sikkim changed
Published by: Kishore Ghosh
  • Posted:March 17, 2024 5:46 pm
  • Updated:March 17, 2024 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট ঘোষণার পরদিনই উত্তর-পূর্বের দুই রাজ্য সূচি বদল। রবিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন জানাল, অরুণাচল প্রদেশ এবং সিকিমে ৪ জুন ভোটগণনা হচ্ছে ন। পরিবর্তে ফলাফল প্রকাশ্যে আসবে ২ জুন। উল্লেখ্য, মেয়াদ ফুরোনোয় এই দুই রাজ্যে লোকসভার পাশাপাশি বিধানসভা ভোটও হতে চলেছে। কিন্তু সূচি বদল হল কেন?

গতকাল সাত দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল থেকে ১ জুন অবধি চলবে ভোট। লোকসভার পাশাপাশি চার রাজ্য ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচলে হবে বিধানসভা নির্বাচন। ওই চার রাজ্যেই গণনার দিন এগোল। ৪ জুনের বদলে তা হবে ২ জুন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন। তাই ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩২৪, অনুচ্ছেদ ১৭২(১) এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী ওই মেয়াদ শেষ হওয়ার আগে ভোট পর্ব শেষ করতে হবে। সেই কারণেই ২ জুন হবে ভোটগণনা।

Advertisement

 

[আরও পড়ুন: ভোট ঘোষণার পরেই প্রকাশ্যে ইলেক্টোরাল বন্ডের নয়া তথ্য, কী জানাল কমিশন?]

এখানে উল্লেখ্য যে কমিশন স্পষ্ট করে দিয়েছে, পরিবর্তন করা হয়েছে বিধানসভা নির্বাচনেরই ভোটগণনার দিন, লোকসভার নয়। বাকি রাজ্যগুলির সঙ্গে এই দুই রাজ্যেও লোকসভা ভোটগণনা হবে ৪ জুন। ৬০ আসন বিশিষ্ট অরুণাচলে বিধানসভার ভোট হবে ১৯ এপ্রিল, এক দফায়। তার সঙ্গে লোকসভার ২টি আসনে ভোট হবে ওই দিনই। ৩২ আসনবিশিষ্ট সিকিমে ভোট হবে ১৯ এপ্রিল।

 

[আরও পড়ুন: ওরা কি দেশভাগের ইতিহাস বোঝে? CAA নিয়ে মার্কিন ‘উদ্বেগকে’ তোপ জয়শংকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement