Advertisement
Advertisement
Monthly Household Expenses

মোদি জমানায় হু হু করে বাড়ছে গ্রামাঞ্চলের গেরস্থালির খরচ, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গত ১৮ বছরের হিসেব বলছে, গ্রামের মাসিক গৃহস্থালি খরচ বেড়েছে ৬ গুণ।

Data shows how much monthly household expenses increased in past 2 decades। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 25, 2024 1:45 pm
  • Updated:February 25, 2024 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছরে প্রথমবার। কার্যত মোদি সরকারের আমলে এই প্রথম প্রকাশিত হল গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ সংক্রান্ত তথ্য। আর সেই তথ্য বলছে, দুদশকের হিসেবে শহরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্রামের খরচের পরিমাণও। ২০২২-২৩ অর্থবর্ষের নিরিখে যেখানে দেশের শহরে গৃহস্থালির মাসিক খরচের পরিমাণ ৬,৪৫৯ টাকা, সেখানে গ্রামে মান্থলি হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার তথা এমপিসিই ৩,৭৭৩ টাকা।

গত দুই দশকের হিসেব বলছে, এই সময়কালে বড়সড় পরিবর্তন হয়েছে গ্রাম ও শহরের মধ্যে মাসিক গার্হস্থ্য খরচের হিসেব। ২০০৪-০৫ সালের হিসেবে যেখানে এদের মধ্যে তফাত ছিল ৯০.৮ শতাংশের, সেখানে ২০০৯-১০ সালে তা সামান্য কমে হয় ৮৮.২ শতাংশ। ২০১১-১২ সালে সেটাই ছিল ৮৩.৯ শতাংশ। সেটাই এই দশ বছরে অনেকটা কমে এখন ৭১.২ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘শেখ শাহজাহানের চামড়া, গুটিয়ে দেব আমরা’, বিজেপির স্লোগানের পালটা দিল তৃণমূল]

প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর এই তথ্য প্রকাশিত হওয়ার কথা। কিন্তু ২০১৭-১৮ সালে কোনও রিপোর্ট প্রকাশ করেনি কেন্দ্র। তথ্যের গুণগত মানে ঘাটতি থাকাতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৮ বছরের হিসেব বলছে, গ্রামের মাসিক গৃহস্থালি খরচ বেড়েছে ৬ গুণ। যা শহরের খরচ (Monthly Household Consumption Expenditure) বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি। প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত সময়কালে মাসিক গৃহস্থলি খরচ সমীক্ষা চালানো হয়। প্রসঙ্গত, জিডিপি, মূল্যবৃদ্ধি, দারিদ্রসীমার মতো অর্থনৈতিক সূচক নির্ধারণে এই ধরনের তথ্য অত্যন্ত জরুরি।

প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, দেশের মধ্যে মাসিক গৃহস্থালি খরচ সবচেয়ে বেশি সিকিমে (গ্রামে ৭,৭৩১ টাকা ও শহরে ১২,১০৫ টাকা)। সবচেয়ে কম ছত্তিশগড়ে (গ্রামে ২,৪৬৬ ও শহরে ৪,৪৮৩ টাকা)। এদিকে দেখা গিয়েছে, খাদ্যজনিত খরচ গ্রামে ১,৭৫০ টাকা ও শহরে ২,৫৩০ টাকা। অন্যন্যা ক্ষেত্রের খরচের হিসেব গ্রামে ২,০২৩ টাকা ও শহরে ৩,৯২৯ টাকা।

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement