সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফালে চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতি শুরু থেকেই অভিযোগ করে আসছেন মোদি সরকার প্রভাব খাটিয়ে রিলায়েন্সকে বরাত পাইয়ে দিয়েছে। আর সে কাজে প্রধানমন্ত্রীকে সাহায্য করেছে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট। খুব সম্প্রতি, রাহুল এও অভিযোগ করেন, মোদি সরকারের প্রভাবে লোকসানে চলা আম্বানির সংস্থাকে আগাম টাকা দিয়েছে দাসাল্ট। এখন চুক্তি বাঁচানোর জন্য মিথ্যে বলছেন সংস্থার সিইও। এবার এই সব অভিযোগ নস্যাৎ করলেন দাসাল্টের সিইও এরিক ট্র্যাপেয়ার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে বললেন, আমি মিথ্যে কথা বলছি না, রাফালে চুক্তিতে সরকার কোনও প্রভাব খাটায়নি।
#WATCH: ANI editor Smita Prakash interviews CEO Eric Trappier at the Dassault aviation hangar in Istre- Le Tube air… https://t.co/0igomqmE2i
— ANI (@ANI) November 13, 2018
রাফালের সিইও বলেন, “আমরা নিজেরাই রিলায়েন্সকে সঙ্গী হিসেবে বেছেছি। রিলায়েন্স ছাড়াও আরও ৩০টি সংস্থার সঙ্গে আমাদের চুক্তি আছে। আমি আগেও এই একই কথা বলেছি, এতবড় একটি সংস্থার সিইওর আসনে বসে মিথ্যে কথা বলা যায় না, আমি মিথ্যে কথা বলছিও না। আমি জানি এটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে, আর ভোটের আগে অনেক দেশেই এমন বিতর্ক হয়। কিন্তু যেটা সত্যি সেটা সত্যিই। এটা পুরোপুরি স্বচ্ছ একটি প্রক্রিয়া। এমনকি ভারতীয় বায়ুসেনাও এই চুক্তিতে খুশি। চুক্তিমতো আগামী বছর সেপ্টেম্বরেই প্রথম রাফালে ডেলিভারি দেব আমরা।”
রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করলেও কংগ্রেসকে চটাতে চাননি রাফালের সিইও। তিনি বলেন, “কংগ্রেসের সঙ্গেও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। এর আগে আমাদের সংস্থা নেহেরুর সঙ্গে কাজ করেছে, অন্য প্রধানমন্ত্রীর সঙ্গেও কাজ করেছে। ১৯৫৩ সালে নেহেরুর সঙ্গেই আমরা প্রথম চুক্তি করেছিলাম। বুঝতে হবে, আমরা কোনও দলের সঙ্গে কাজ করি না। আমরা ভারত সরকার এবং ভারতীয় বায়ুসেনাকে অস্ত্র সরবরাহ করি।
এমনকি রাফালের দাম নিয়েও বিস্ফোরক দাবি করেন এরিক। তিনি বলেন, “আগে ১৮টি ফ্লাইওয়ের যা দাম ছিল, এখন ৩৬টি ফ্লাইওয়ে হিসাব করলে একই দাম দাঁড়ায়। বরং যেহেতু সরকার বদলেছে, তাই আমাকে আরও দরদাম করতে হয়েছে। আমরা ৯ শতাংশ হারে দাম কমিয়েছি।” দাসাল্ট সিইও-র এই বক্তব্যের পর রাফালে ইস্যুতে মোদি সরকারের অস্বস্তি অনেকটাই কমল বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, কংগ্রেসের হাত থেকে একটি বড় অস্ত্র হাতছাড়া হওয়ার মুখে। যদিও, কংগ্রেসের তরফে আগেই দাবি করা হয়েছে, দাসাল্টের সিইও সত্যি কথা বলছেন না। রাহুল গান্ধীর দাবি, সরকারের নির্দেশ মতো ফের মিথ্যে কথায় বলছেন রাফালের সিইও। আসলে এসবই ভোটের আগে মোদিকে স্বস্তি দেওয়ার চেষ্টা।
#Visuals: First look of the #Rafale jet for the Indian Air Force, from the Istre-Le Tube airbase in France pic.twitter.com/Qv4aJdgjI7
— ANI (@ANI) November 13, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.