Advertisement
Advertisement

Breaking News

মাওবাদী

বন্দুক নয়, এবার ‘লাল সন্ত্রাস’ থামাবে সিনেমা

অভিনব উদ্যোগ পুলিশের৷

Dantewada police to make short film to tackle Naxalism
Published by: Monishankar Choudhury
  • Posted:July 11, 2019 12:45 pm
  • Updated:July 11, 2019 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুক নয়, এবার ‘লাল সন্ত্রাস’ থামাবে ছবি৷ মাও জর্জরিত দান্তেওয়াড়া জেলায় শান্তি ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছে ছত্তিশগড় পুলিশ৷ সমাজ ও স্থানীয়দের জীবনে মাওবাদের বিরূপ প্রভাব দেখাতে, সত্য ঘটনা অবলম্বনে একটি শর্টফিল্ম বনাচ্ছে তারা৷

[আরও পড়ুন: নিজেকে নয়, আমেঠিতে হারের জন্য স্থানীয় নেতাদেরই দূষলেন রাহুল গান্ধী]

Advertisement

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে, দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, তৈরি হওয়ার পর শর্টফিল্মটি জেলার স্কুলগুলিতে দেখানো হবে৷ পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ছবিটির কপি বিতরণ করা হবে৷ তিনি বলেন, “স্থানীয়দের মগজধোলাই করে উগ্রপন্থায় হাওয়া দিচ্ছে মাওবাদীরা৷ মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ আদায় করছে তারা৷ এই শর্টফিল্মটি মানুষের কাছে নকশালদের মুখোশ খুলে দেবে৷ কীভাবে লাল সন্ত্রাসের কুপ্রভাবে এলাকার উন্নয়ন থমকে রয়েছে তা বুঝতে পারবে মানুষ৷ স্বল্পদৈর্ঘ্যের ছবিটির চিত্রনাট্য লিখেছেন অতিরিক্ত পুলিশ সুপার৷ আমরা নিজেরাই প্রযোজনা করছি৷ আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে শুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে৷” তিনি আরও জানান, জেলার স্কুল ও পঞ্চায়েতগুলিতে ছবিটি দেখানোর ব্যবস্থা করবে পুলিশ৷ এর ফলে ভুল করে যাঁরা মাও সন্ত্রাসের পথে হাঁটছেন, তাঁরা ফের সমাজের মূলস্রোতে ফিরে আসার পথ দেখতে পাবেন৷

পুলিশ জানিয়েছে, ছবিটির শুটিং চলছে দান্তেওয়াড়ায়৷ এর জন্য রায়পুর ও ভিলাই থেকে বিশেষজ্ঞদের আনা হয়েছে৷ ছবিটিতে স্থানীয় মানুষ, নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি দেখা যাবে প্রাক্তন মাওবাদীদের৷ গত লোকসভা নির্বাচনের আগে, ২০২৩ সালের মধ্যে দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করা হবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেই মতো মাও বলয়ে লাগাতার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ তবে মাওবাদীদের নির্মূল করতে হলে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে হবে বলেই এবার বার্তা দিল ছত্তিশগড় পুলিশ৷  

          [আরও পড়ুন: রেলকে চাঙ্গা করতে তৎপর সরকার, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বরাদ্দ বাড়াল কেন্দ্র]                  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement