Advertisement
Advertisement
Danish Ali

‘এমন বলার অধিকার ওঁকে কে দিল?’ নতুন ভিডিও শেয়ার করে বিধুরিকে আক্রমণ দানিশের

বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে কটু মন্তব্য করে শোকজের মুখে বিজেপি সাংসদ।

Danish Ali releases video after BJP MP's attack। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 26, 2023 9:15 pm
  • Updated:September 26, 2023 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিজেপি (BJP) সাংসদ রমেশ বিধুরির ‘অশালীন’ মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali) উদ্দেশে কটু মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বিজেপির দাবি, উসকানি দিয়েছিলেন দানিশই। এহেন অভিযোগে স্পষ্টতই হতাশ বিএসপি সাংসদ। এবার তিনি একটি ভিডিও শেয়ার করে দাবি করলেন, বিজেপি মিথ্যে ‘ন্যারেটিভ’ তৈরি করতে চাইছে।

৩৩ সেকেন্ডের ওই ভিডিওয় দানিশকে উত্তেজিত অবস্থায় বলতে দেখা যাচ্ছে, ‘স্যার… মাননীয় সদস্য বলছেন ‘জঙ্গি’। কাকে উনি জঙ্গি বলছেন? কক্ষে কি জঙ্গিরা রয়েছে? কী বলছেন উনি এসব? ওঁর ক্ষমা চাওয়া উচিত। এমন বলার অধিকার ওঁকে কে দিল?’ ভিডিওটি পোস্ট করে দানিশ লেখেন, ‘আমি এমন একটিও শব্দ বলিনি যা গণতন্ত্রের মন্দিরের পবিত্রতাকে নষ্ট করতে পারে। এমনকী উনি আমাকে ও আমার সম্প্রদায় সম্পর্কে যা বলেছেন, আমি তার পুনরাবৃত্তিও করিনি। অথচ বিজেপি চেষ্টা করছে একটা মিথ্যে ন্যারেটিভ করতে।’

Advertisement

[আরও পড়ুন: পিঠে PFI লেখার অভিযোগ ভুয়ো, গুজব ছড়ানোয় কেরলের সেনাকর্মীকেই গ্রেপ্তার পুলিশের]

চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali) উদ্দেশে কটু মন্তব্য করেন রমেশ। বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। আর এরপরই বাঁধে বিতর্ক।

[আরও পড়ুন: যোগীরাজ্যে লাফিয়ে বাড়ছে লাভ জেহাদ, জমি জেহাদ! আশঙ্কা প্রকাশ আরএসএসের বৈঠকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement