Advertisement
Advertisement

Breaking News

Dalit’s Head Shaved

উঁচুজাতের যুবতীর সঙ্গে মেলামেশা! রাজস্থানে মারধরের পর নেড়া করা হল দলিত যুবককে

আক্রান্তের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Dalit’s Head Shaved For Meeting Upper Caste Girl At A Jodhpur Cafe

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:February 24, 2020 1:33 pm
  • Updated:February 24, 2020 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উঁচুজাতের এক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তাঁর ডাকে সাড়া দিয়ে একটি ক্যাফেতে দেখাও করতে গিয়েছিল। এর জেরে এক দলিত যুবককে বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁর মাথা নেড়া (Shave) করে দেওয়ার অভিযোগ উঠল। পাশবিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুর জেলার বলদেব নগরে। আক্রান্ত যুবকের অভিযোগের ভিত্তিতে তিন মহিলা-সহ ১০ জনের নামে মামলা দায়ের করেছে শাস্ত্রী নগর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৮ তারিখ বলদেব নগরের কল্পতরু সিনেমা হলের কাছে অবস্থিত একটি ক্যাফেতে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল মেঘওয়াল নামে বছর কুড়ির এক দলিত যুবক। ক্যাফেতে আচমকা মেয়েটির দাদার সঙ্গে দেখা হয়ে যায় তাঁদের। এরপরই শুরু হয় বচসা। সেসময় মেয়েটির দাদার সঙ্গে থাকা এক ব্যক্তি রাহুলের গলায় ছুরি ধরে তাঁকে জোর করে যুবতিটির বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সাতজন পুরুষ ও তিনজন মহিলা রাহুলকে বেধড়ক মারধর করে। তারপর মাথার একাংশের চুল ব্লেড দিয়ে কামিয়ে দেয়। প্রায় ঘণ্টা দেড়েক ধরে শারীরিক অত্যাচার চালানোর পর রাহুলকে বাড়ি থেকে বের করে দেয় তারা।

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলেই গুলি চালানো হোক, নয়া আইনের দাবি কর্ণাটকের মন্ত্রীর ]

 

প্রথমে ভয়ে কাউকে কিছু না বললেও পরে গত ২০ ফেব্রুয়ারি শাস্ত্রী নগর থানায় ১০ জনের নামে অভিযোগ দায়ের করেন রাহুল। এবিষয়ে তাঁর অভিযোগ, ‘গলায় ছুরি ধরে জোর করে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আমার জাত তুলে অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি মাথার একটা অংশ নেড়া করে দেয়। শুধু তাই নয়, পরে আমার বাবাকে ডেকে এনে অকথ্য ভাষায় অপমান করা হয়। পুলিশের কাছে যেতে বারণ করার পাশাপাশি তাকে নিজের হাতে আমার মাথা নেড়া করতেও বাধ্য করা হয়।’

[আরও পড়ুন: জাফরাবাদে আন্দোলনের জেরে বন্ধ একাধিক রাস্তা, যানজটে নাকাল দিল্লিবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement