Advertisement
Advertisement

Breaking News

gang-raped

নির্ভয়া কাণ্ডের ১১ বছর পরও একই ছবি, চলন্ত বাসে গণধর্ষিতা তরুণী, গ্রেপ্তার ১

আরও একবার প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে।

Dalit woman gang-raped in moving bus, one arrested | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 16, 2023 1:24 pm
  • Updated:December 16, 2023 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছর আগে আজকের দিনেই ভয়ংকর ঘটনার সাক্ষী হয়েছিল দেশ। ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের ঘটনা দেশবাসীর চোখে জল এনেছিল। নারী নির্যাতনের ভয়াবহ রূপ শিউরে দিয়েছিল। দীর্ঘ লড়াই শেষে দোষীদের ফাঁসি হয় ঠিকই, কিন্তু ১১ বছর কেটে গেলেও এই অপরাধের প্রবণতা কাটেনি। নির্ভয়া স্মৃতি উসকে সম্প্রতি ফের চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা উঠে আসে শিরোনামে। যে ঘটনায় এবার গ্রেপ্তার করা হল একজনকে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ ডিসেম্বর রাতে উত্তরপ্রদেশ থেকে জয়পুরের উদ্দেশে রওনা দেয় বাসটি। সেই বাসে কানপুর থেকে জয়পুর যাচ্ছিলেন ২০ বছরের দলিত তরুণী। গভীর রাতে অন্য যাত্রীরা ঘুমিয়ে গেলে চলন্ত বাসেই চালকরা তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত আরিফ এবং ললিত কেবিনের ভিতর ওই তরুণীর উপর যৌন নির্যাতন চালায়। নির্যাতিতার চিৎকারে জেগে যান যাত্রীরা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন কেবিনের দিকে। তাঁরাই আরিফকে ধরে ফেলেন। কিন্তু ললিত কোনওক্রমে পালাতে সফল হয়।

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশে CCTV সরতেই হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিনে মেয়ে ও দাদা, কী কথা হল?]

কানোটা থানার এসএইচও ভগবান সহায় মীনা জানান, আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ললিত এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। তবে এমন ঘটনা প্রকাশ্যে আসার পর আরও একবার প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে। নির্ভয়া কাণ্ডের এত বছর পরও রাতের সফরে যে মহিলারা আজও নিরাপদ নন, যোগীরাজ্যের এই ঘটনাই যেন ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

[আরও পড়ুন: ‘অনেক খেলা বাকি’, নিরাপত্তা উঠে যেতেই পোস্ট অনুপমের, পালটা কটাক্ষ সুকান্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement