Advertisement
Advertisement
Rajasthan

রাজস্থানে দলিত তরুণীকে গণধর্ষণ, খুন, ২ পুলিশকর্মী-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের

অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব নির্যাতিতার পরিবার।

Dalit woman allegedly gangraped and murdered in Rajasthan | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 21, 2023 5:13 pm
  • Updated:June 21, 2023 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) দলিত তরুণীকে অপহরণ করে গণধর্ষণ এবং খুনের অভিযোগ। কোচিং সেন্টারে যাতায়াতের পথে অপহরণ করা হয় ওই তরুণীকে। গণধর্ষণের পর হত্যা করা হয় বলেও অভিযোগ। ঘটনায় অভিযুক্ত ২ পুলিশকর্মী-সহ পাঁচ জন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশকর্মীদের সাসপেন্ড করেছে রাজস্থান পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বিকানেরের। বিকানেরের খাজুওয়ালা এলাকায় কোচিংয়ে পড়তে যেতেন ২০ বছরের তরুণী। ছক কষে গত মঙ্গলবার তাঁকে অপহরণ করে এক যুবক। সঙ্গী ছিলেন দুই কনেস্টবল। এরপর অন্য এক যুবকের বাড়িতে নিয়ে গিয়ে পাঁচজন মিলে ধর্ষণ করা হয় তরুণীকে। এরপর খুন করা হয় তাঁকে। অভিযোগ, খাজুওয়ালার একটি সিনেমা হলের সামনে তরুণীর দেহ ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা।

Advertisement

[আরও পড়ুন: সমলিঙ্গ সম্পর্কের জের, লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে ‘তান্ত্রিকে’র হাতে খুন তরুণী!]

তরুণীর পরিবার থানায় লিখিত অভিযোগ করলে ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে তরুণীর পরিবার।

[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার জের, ‘ভুতুড়ে কর্মী’ ও ‘নকল স্বাক্ষর’ এড়াতে রেলের সর্বত্র ‘বায়োমেট্রিক’ উপস্থিতি!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement