Advertisement
Advertisement

রাষ্ট্রপতি কোবিন্দের হাত থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার দলিত ছাত্রের

কেন এই সিদ্ধান্ত?

Dalit Topper rejects to accept gold medal from president Kovind
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2017 9:10 am
  • Updated:September 19, 2019 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশের রাষ্ট্রপতি। উপরন্তু তিনি একজন দলিত সম্প্রদায়ের মানুষও বটে। নিজের সে পরিচয় কোনওদিন গোপন করেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার তাঁর হাত থেকেই স্বর্ণপদক নিতে অস্বীকার করলেন এক মেধাবী দলিত ছাত্র।

[ এক বাঙালির হাত ধরেই হিমাচলে আবিষ্কার অতি বিরল কেউটের ]

Advertisement

প্রতিবাদী এই ছাত্রের নাম রামেন্দ্র নরেশ। বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে এমসিএ-তে টপার ছিলেন তিনি। ২০১৬ সালেই নিজের কোর্স শেষ করেন। বিশ্ববিদ্যালয়ের টপার হওয়ায় রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য বিবেচিত হন তিনি। লখনউয়ে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে তাঁকে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। প্রসঙ্গত এমসিএ শেষ করার পর ওই বিশ্ববিদ্যালয়েই বিএড পড়াশোনার জন্য ভরতি হয়েছিলেন তিনি। কিন্তু ছাত্র সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। তার জেরেই কি এই সিদ্ধান্ত নিলেন মেধাবি ছাত্র? তিনি জানাচ্ছেন, তা নয়। তাঁর বক্তব্য, আজও বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দলিতরা বৈষম্যের শিকার হচ্ছেন। দলিত ছাত্রদের যেন সর্বদা অপরাধী হয়ে থাকতে হচ্ছে। তাঁদের নিচু নজরে দেখাও বন্ধ হয়নি। চারিদিকে দলিত ছাত্ররা আক্রমণের মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে একজন দলিত ছাত্র হয়ে তিনি পুরস্কার নিতে পারেন না। তাঁর দাবি, প্রধানমন্ত্রী–রাষ্ট্রপতি যেদিন দলিত ছাত্রদের উপর আক্রমণের ঘটনা রদ করতে পারবেন, সেদিন তিনি পুরস্কার গ্রহণ করবেন। দেশে যেভাবে দলিত নিগ্রহ চলছে তার প্রতিবাদেই পুরস্কার প্রত্যাখান বলে জানিয়েছেন তিনি।

পিকনিকে পড়ুয়াদের মদ খাওয়ালেন খোদ প্রধান শিক্ষক, বিতর্কে সরকারি স্কুল ]

এর আগে এই একই ইস্যুতে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালে এই বিশ্ববিদ্যালয়ে তিনি যখন এসেছিলেন, তখন কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানান দলিত ছাত্ররা। দলিত নিগ্রহের বিরুদ্ধে সেটাই ছিল তাঁদের প্রতিবাদ। সেই ঘটনা মাথায় রেখেই রাষ্ট্রপতির আসা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দলিত ছাত্ররা যে কোবিন্দকে ঘিরে বিক্ষোভ জানাতে পারেন, সে খবর আগেই ছিল। তবে সেরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হলেও, মেধাবী দলিত ছাত্রের প্রতিবাদ দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। দলিত হয়েই দেশের প্রথম নাগরিক হয়েছেন কোবিন্দ। অথচ এক দলিত ছাত্রের আস্থা অর্জন করতে পারেননি তিনি। দেশের দলিত ছাত্রদের অবস্থা যে ঠিক কিরকম, এই ঘটনাই তার প্রমাণ দিচ্ছে বলে মনে করে দেশবাসীর একাংশ।

শীতে দিঘায় পিকনিকে যাচ্ছেন, এই নতুন নিয়মটি জানেন তো? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement