সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ‘অপরাধ’ ছিল ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা। সেই কারণেই পিটিয়ে খুন করা হল ২৪ বছরের এক দলিত যুবককে। শনিবার পুলিশ ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদ জেলার হাভেলি গ্রামে।
নিহত যুবকের নাম অক্ষয় ভালেরাও। গত বৃহস্পতিবার তিনি তাঁর ভাই আকাশের সঙ্গে একটি বিয়েবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এক উচ্চবর্ণের ব্যক্তির বিয়ের আয়োজন হয়েছিল সেখানে। বিয়েবাড়ির সামনে দাঁড়িয়েছিল অভিযুক্তরা। তাদের কাছে তরোয়ালও ছিল বলে জানা যাচ্ছে। আচমকাই আকাশ ও অক্ষয়কে দেখতে পেয়েই এক অভিযুক্ত চিৎকার করে ওঠেন, ”ভীম জয়ন্তী (আম্বেদকরের জন্মজয়ন্তী) পালন করেছিল ওরা, ওদের মেরে ফেলা উচিত।” এরপরই তাদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় দুই ভাইয়ের। এরপরই অভিযুক্তরা মারধর করতে থাকে অক্ষয়কে। তিনি লুটিয়ে পড়েন মাটিতে।
হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আকাশকেও প্রবল মারধর করা হয় বলে জানা গিয়েছে। শনিবার ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.