Advertisement
Advertisement

Breaking News

দলিত কিশোরীকে জলপানে বাধা, গ্রেফতার পুরোহিত

দলিত কিশোরীকে মন্দিরের হ্যান্ডপাম্প থেকে জল নিতে ও জলপানে বাধা দিল দুই পুরোহিত৷

dalit girl denied drinking water at a temple by priest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 5:10 pm
  • Updated:August 10, 2016 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশ জুড়ে দলিতদের উপর নিগ্রহের ঘটনা জারি৷ গুজরাটের উনার পর অন্ধ্রপ্রদেশেও দলিত ভাইদের মারধর করা হয়েছে৷ এবার উত্তরপ্রদেশে এক দলিত কিশোরীকে মন্দিরের হ্যান্ডপাম্প থেকে জল নিতে ও জলপানে বাধা দিল দুই পুরোহিত৷ প্রতিবাদে মারধর করা হল তার বাবাকে৷

ঘটনা উত্তরপ্রদেশের সম্ভলের৷ রবিবার সন্ধেয় চরণ সিং তাঁর মেয়ে সুধা কুমারীকে নিয়ে গ্রামের প্রান্তে জল আনতে গিয়েছিলেন৷ মন্দিরের ভিতর থাকা হ্যান্ডপাম্প থেকেই জল আনতে গিয়েছিল কিশোরীটি৷ কিন্তু তাকে দেখতে পেয়েই বাধা দেয় মন্দিরের প্রধান পুরোহিত পুরণ সিং কাশ্যপ ও তার সহযোগী নাথু সিং৷ দলিত কিশোরীকে তারা জলপান করতে দেয়নি৷ মন্দিরের বাইরে বেরিয়ে বাবাকে পুরো ঘটনা বলে সুধা কুমারী৷ তার বাবা ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারধর করারও অভিযোগও ওঠে পুরোহিতদের বিরুদ্ধে৷ অভিযোগ, বিগ্রহের ত্রিশূল দিয়ে মারা হয় তাঁকে৷ কিশোরীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ এএনআই সূত্রে খবর, অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয় পুরোহিতদের৷

Advertisement

সামগ্রিকভাবে দেশে উচ্চবর্ণের মানুষদের হাতে দলিতদের নিগ্রহের ঘটনা চলছেই৷ তবে জানা যাচ্ছে, এই মন্দিরের পুরোহিতরাও অনগ্রসর শ্রেণিভুক্ত৷ নিজেরা উচ্চবর্ণের না হওয়া সত্ত্বেও স্রেফ মন্দিরে পুরোহিত পদের জোরে দলিতদের উপর অত্যাচার প্রশ্ন তুলেছে নানা মহলে৷ দলিতদের প্রতি এই মনোভাব ক্রমশ যে এক সামাজিক অসুখের রূপ নিচ্ছে, এ ঘটনা যেন তারই ইঙ্গিত দিচ্ছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement