সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার পেশ হল সাধারণ বাজেট ২০১৭-১৮৷ জনসাধারণের জন্য কর ছাড়ের ঘোষণা করে নোট বাতিলের যন্ত্রণা অনেকটাই লাঘব করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বিরোধীরা বাজেটকে দিশাহীন বলে আক্রমণ শানালেও, ভারতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র দালাল স্ট্রিট থেকে বাহবা পেয়েছেন তিনি৷ বাজেট ঘোষণার পরই উর্ধ্বমুখী নিফটি ও সেনসেক্স৷ গতবছর, ডিসেম্বরে সর্বনিম্ন ৭,৯০০ পয়েন্ট থেকে বেড়ে এদিন নিফটি পার করল ৮,৭০০ পয়েন্ট৷ সেনসেক্স পার করেছে ২৮,০০০ মার্ক৷ বাজেটে দীর্ঘ ও স্বল্প মেয়াদী করের হার অপরিবর্তিত থাকায় শেয়ার বাজারে সুফল পাওয়া গিয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷
২০১৭-১৮ অর্থবর্ষে, রাজকোষ ঘাটতি জিডিপির ৩.২% ঘোষণা করে দালাল স্ট্রিটকে স্বস্তি দিলেন জেটলি৷ ইকুইটি ইন্টেলিজেন্স ইন্ডিয়ার পোর্টফোলিও ম্যানেজার পরিন্জু ভেলিয়াথ জানিয়েছেন যে, শেয়ার বাজার উর্ধ্বমুখী৷ স্টক মার্কেটে বিনিয়োগ করার এটাই সঠিক সময়৷ পরিকাঠামোগত ও জনগণের জন্য সরকারি খাতে বরাদ্দ বেড়ে যাওয়ায় আশাবাদী শেয়ার কারবারিরা৷ নগদের জোগানের অভাবে দেশে কেনাকাটায় খানিক ভাটা পড়েছিল৷ তা চাঙ্গা করতে করছাড়ের উপর জোর দেওয়া হতে পারে এমনটা প্রত্যাশা ছিলই৷ বিশেষজ্ঞদের ধারণা সঠিক প্রমাণ করে মধ্যবিত্তদের করে ঢালাও ছাড় মিলল বাজেটে৷ ২.৫-৫ লক্ষ টাকা যাঁদের উপার্জন তাঁদের করের বোঝা ১০ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.