Advertisement
Advertisement

দলাই লামার অরুণাচল সফর ঘিরে ভারতকে হুমকি চিনের

‘যদি দলাই লামা অরুণাচল প্রদেশে যান, তাহলে তার জেরে দু’দেশের মধ্যে শান্তি নষ্ট হবে৷’

Dalai Lama's Arunachal Visit Will Damage Ties With India: China
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 8:55 am
  • Updated:August 12, 2021 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ আগেই ঘোষণা করে দিয়েছেন যে তিব্বতি ধর্মগুরু দলাই লামা ‘ভারতের অতিথি৷ উনি ভারতের যে কোনও অংশ যেতে পারেন৷ দলাই লামার সফরে কোনও বাধা থাকবে না৷’ আর তারপরই বেজিংয়ের তরফে হুঁশিয়ারি দেওয়া হল নয়াদিল্লিকে৷ শুক্রবার বেজিংয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল যে, ‘যদি দলাই লামা অরুণাচল প্রদেশে যান, তাহলে তার জেরে দু’দেশের মধ্যে শান্তি নষ্ট হবে৷’ তবে বেজিংয়ের হুঁশিয়ারির প্রত্যুত্তরে নয়াদিল্লি কোনও মন্তব্য করেনি৷
আগামী বছরের মার্চে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আমন্ত্রণে অরুণাচল প্রদেশ সফরে যাওয়ার কথা দলাই লামার৷ আর এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকার সবুজ সংকেত দিয়েও দিয়েছে৷
কিন্তু ভারতের এই সবুজ সংকেত দেওয়ায় ভীষণভাবে ক্ষুব্ধ চিন৷ এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছেন, “মার্চে দলাই লামা বিতর্কিত অরুণাচল প্রদেশ সফরে গেলে তা দু’দেশের শান্তি নষ্ট করবে৷ শুধু তাই নয়, দু’দেশের সীমান্তবর্তী এলাকায় যে স্থিতি রয়েছে, তা-ও বিঘ্নিত হবে৷ ভালরকম প্রভাব পড়বে দ্বিপাক্ষিক সম্পর্কে৷ দলাই লামা গেলেই সীমান্তে চিন-বিরোধী কার্যকলাপ বেড়ে যাবে৷ যা দু’দেশের পক্ষেই খারাপ৷’’
একইসঙ্গে ওই মুখপাত্র আশাপ্রকাশ করেছেন, নয়াদিল্লি দু’দেশের সম্পর্কের কথা মাথা রেখে দলাই লামাকে অরুণাচল প্রদেশে ঢুকতে দেবে না৷ পাশাপাশি, জানিয়েছেন, তিববত-ইস্যুতে ভারত অবশ্যই চিনের বার্তাকে সম্মান জানাবে৷ এদিকে, আর এই হুঁশিয়ারির পরই দলাই লামার অরুণাচল সফর নিয়ে হঠাৎ করেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও বিশেষজ্ঞ মহলের অনুমান, এ বিষয়ে বেজিংয়ের হুমকি-বার্তাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement