Advertisement
Advertisement

Breaking News

‘বড্ড বেশি পশ্চিমী সভ্যতার দিকে ঝুঁকেছে ভারত’, আক্ষেপ দলাই লামার

এখন ভারতের কী করা উচিত? দাওয়াই দিলেন বৌদ্ধ নেতা।

Dalai Lama rues 'too much westernisation' of modern India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2018 10:25 am
  • Updated:January 1, 2018 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের হিন্দুত্ববাদী নেতারা এই কথা বললে অনেকেই হয়তো রে রে করে উঠতেন। কিন্তু দলাই লামা যখন ভারতের বুকে দাঁড়িয়ে সেই একই কথা বলে গেলেন, তখন হয়তো আরও একবার আমাদের ভাবতে হবে বিষয়টি নিয়ে। দলাই লামা জানিয়ে দিলেন, ‘ভারত বড্ড বেশি পশ্চিমী সভ্যতার দিকে ঝুঁকে পড়েছে। নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্যকে অবহেলা করে শুধুমাত্র অন্ধভাবে পশ্চিমী সভ্যতাকে অনুসরণ করছে। ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে এই দেশেই প্রাচীন কালে জ্ঞান ও বিজ্ঞানে সবচেয়ে এগিয়ে ছিল।’

[পাক হামলা চলছেই, সার্জিক্যাল স্ট্রাইককে ‘নাটক’ বলে কটাক্ষ কংগ্রেস নেতার]

উত্তরপ্রদেশের বারাণসীতে এক সম্মেলনে দলাই লামার আক্ষেপ, আধুনিক ভারত অতীতকে ভুলতে বসেছে। আজকের ভারত বড্ড বেশি পশ্চিম ঘেঁষা। ভারতীয়দের উচিত নিজেদের অতীতকে গুরুত্ব সহকারে ফিরে দেখা। অতীতের জ্ঞানগর্ভে ভারতকে আধুনিক ভারতের ভুলে যাওয়া উচিত নয়।’ বৌদ্ধদের সবচেয়ে জনপ্রিয় এই ধর্মগুরু দলাই লামা এও জানান, যে এই বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানে সভ্যতার বিকাশের সবচেয়ে বেশি রসদ মজুত রয়েছে। একই দেশে আধুনিক প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে গৌরবময় ইতিহাসের সহাবস্থান করছে।’

Advertisement

[নাগরিকপঞ্জীর প্রথম খসড়ায় বৈধ মাত্র ১.৯ কোটি, উদ্বেগে বাকি অসমবাসী]

দলাই লামা আরও বলেন, “অতীতে ভারতীয়দের আমরা নিজেদের গুরু বলে মানতাম। কিন্তু এখন সেই ভারতীয়রাই ‘চ্যালা’ হয়ে উঠেছে। পশ্চিমী দুনিয়াকে তাঁরা নিজেদের গুরু বলে ধরে নিয়েছে। এখনও সময় রয়েছে, ইতিহাসের পাতা থেকে প্রকৃত জ্ঞানভাণ্ডারকে খুঁজে তুলে আনতে হবে। তাহলেই গোটা দুনিয়ার মধ্যে ভারত নিজের অনন্য অবস্থান ফিরে পাবে।” বৈদিক যুগের জ্ঞান ও পরম্পরাই একজন মানুষকে প্রকৃত শান্তি এনে দিতে পারে বলে মতপ্রকাশ করেন দলাই লামা। ‘আজ আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে। একমাত্র বৈদিক যুগের জ্ঞান ও বিজ্ঞানই তার সমাধান দিতে পারে।’ মন্তব্য দলাই লামার।

[ফের বেঙ্গালুরু, বর্ষবরণের নামে অভব্যতা-শ্লীলতাহানি]

[লাদাখে তোলা দলাই লামার ফাইল চিত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement