সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কিশোরের ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। সমাজমাধ্যমে ভাইরাল হয় ঘটনার ভিডিও। যেখানে বৌদ্ধ সন্ন্যাসীকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?” ভিডিও প্রকাশ্যে আসতেই দুনিয়াজুড়ে হইচই শুরু হয়। অনেকেই শিশু নিগ্রহের অভিযোগ তোলেন লামার বিরুদ্ধে। সোমবার ওই ঘটনার জন্য শিশু ও তাঁর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করলেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত আধ্যাত্মিক গুরু।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, একটি অনুষ্ঠানে একাধিক বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে বসে আছেন লামা। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি লামাকে সম্মান জানাতে এসেছিল এক কিশোর। তখনই তাঁর চুবুক ধরে ঠোঁটে চুম্বন করেন ধর্মগুরু। এরপর নিজের জিভ বের করেন তিনি। এইসঙ্গে ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?”
ভিডিওটি প্রকাশ্যে আসতেই দুনিয়াজুড়ে লামার ভক্তরা প্রবল অস্বস্তিতে পড়েন। অনেকে প্রশ্ন তোলেন, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন আধ্যাত্মিক গুরু? কেউ কেউ শিশু নির্যাতনের অভিযোগ আনেন। এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, “দলাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকী, তাঁর জিভ স্পর্শ করতে চাইছেন। ওঁকে স্পষ্ট উচ্চারণ করতে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু উনি কেন এটা করলেন?”
শেষ পর্যন্ত গোটা ঘটনার জন্য কিশোর ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইলেন দলাই লামা। লামার আশ্রমের তরফে বলা হয়, কিশোরের সঙ্গে “নেহাতই পবিত্র এবং মজার ছেলে সাক্ষাৎ করেছিলেন তিনি।” নাতিদীর্ঘ বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক কিশোর দলাই লামার আলিঙ্গন প্রর্থনা করে। সন্ন্যাসীশ্রেষ্ঠ (দলাই লামা) ওই কিশোর এবং তাঁর পরিবার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। যেহেতু তাঁর কথায় আহত হয়েছেন অনেক। যদিও সন্ন্যাসীশ্রেষ্ঠ এভাবেই পবিত্র ভঙ্গিতে মজার ছলে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। এমনকী জনসমক্ষে, ক্যামেরার সামনেও। গোটা ঘটনার জন্য তিনি অনুতপ্ত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.