Advertisement
Advertisement

Breaking News

Tamil

দইয়ের প্যাকেটে লিখতে হবে ‘দহি’! হিন্দি চাপানোর অভিযোগে সরব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা সংস্থার নির্দেশে ক্ষোভ দক্ষিণের অন্য রাজ্যেও।

Dahi should be written on curds packet in Hindi FSSAI issues directives to Tamil Nadu's | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 30, 2023 4:00 pm
  • Updated:March 30, 2023 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিল (Tamil) ভাষায় ‘দই’ হল ‘তাহির’। এতদিন তামিলনাড়ুতে (Tamil Nadu) দইয়ের প্যাকেটে স্থানীয় ভাষাই ব্যবহার হত। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা সংস্থা নির্দেশিকা জারি করেছে, তামিলে নয়, এবার থেকে দইয়ের প্যাকেটে হিন্দিতে লিখতে হবে ‘দহি’। কেন্দ্রীয় সংস্থার নয়া নির্দেশিকায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)।

দক্ষিণের রাজ্যে নয়া নির্দেশিকা জারি করেছে দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সেখানে বলা হয়েছে, দইয়ের প্যাকেটের উপর তামিল ভাষায় ‘তাহির’ লেখা চলবে না। এর পরিবর্তে হিন্দিতে লিখতে হবে ‘দহি’। তবে এইসঙ্গে ইংরাজিতেও লেখা থাকবে। জানা গিয়েছে, অন্যান্য দুগ্ধজাত দ্রব্যের প্যাকেটেও এবার থেকে হিন্দিতে লেখার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী কি শিক্ষিত হওয়া উচিত?’ নয়া পোস্টারে ছয়লাপ রাজধানী দিল্লি]

নয়া নির্দেশিকার জেরে উত্তপ্ত আবহাওয়া তামিলনাড়ুতে। ইতিমধ্যে তামিলনাড়ু এবং পড়শি রাজ্য কর্ণাটকের দুগ্ধ এবং দুগ্ধ উৎপাদনকারী সংস্থাগুলি প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি আগের মতোই আঞ্চলিক ভাষা ব্যবহারের আর্জি জানিয়েছে তারা। কেন্দ্রীয় সংস্থার নয়া নির্দেশিকায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি অভিযোগ করেছেন, এ ভাবে জোর করে হিন্দি ‘চাপিয়ে দেওয়ার’ চেষ্টা চলছে। এইসঙ্গে জানিয়ে দিয়েছেন, এই ধরনের প্রচেষ্টাকে প্রশ্রয় দেওয়া হবে না। স্ট্যালিন টুইট করেন, “আমাদের মাতৃভাষার প্রতি এমন নির্লজ্জ অবহেলা করবে যে নিশ্চিত ভাবেই তাকে দক্ষিণের রাজ্য থেকে চিরতরে বিদায় নিতে হবে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement