Advertisement
Advertisement
Cyrus Mistry

পথ দুর্ঘটনায় প্রয়াত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি

মহারাষ্ট্রের পালঘরে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানা গিয়েছে।

Cyrus Mistry died in a road accident near Mumbai। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 4, 2022 4:30 pm
  • Updated:September 4, 2022 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা সন্সের (TATA Sons) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry)। তাঁর বয়স বয়েছিল ৫৪। মহারাষ্ট্রের পালঘরে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর থেকে জানা গিয়েছে, দুপুর ৩.১৫ থেকে ৩.৩০-এর মধ্যবর্তী সময়ই ওই দুর্ঘটনা ঘটেছিল। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরেছিল সাইরাসের মার্সিডিজ গাড়িটি। 

তিনি আহমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গাড়িতে তাঁর সঙ্গে চালক-সহ আরও দু’জন ছিলেন। তাঁরা দুর্ঘটনায় জখম হয়েছেন। গুজরাটের একটি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাইরাস ছিলেন টাটা সন্সের চেয়ারম্যান। ২০১২ সালের ডিসেম্বরে তিনি ওই পদে স্থলাভিষিক্ত হন। এনসিপির চেয়ারম্যান শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে সাইরাসের প্রয়াণের খবর টুইট করে শোকপ্রকাশ করেছেন। 

Advertisement

Supriya Sule, Sharad Pawar’s daughter, has tweeted condolences.

[আরও পড়ুন: ‘মোদির আমলে বাড়ছে অসহিষ্ণুতা’, দিল্লির মেগা র‍্যালিতে ফের ‘দুই দেশের তত্ত্ব’ দিলেন রাহুল]

Cyrus-car

টাটার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন সাপুরজি-পালনজি পরিবারের সদস্য সাইরাস মিস্ত্রি। তিনি ছিলেন সংস্থার দ্বিতীয় চেয়ারম্যান যাঁর পদবি টাটা ছিল না। ২০১৬ সালে তাঁকে সেই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স। কিন্তু এই সিদ্ধান্ত মানতে রাজি ছিলেন না সাইরাস। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এনসিএলএটির দ্বারস্থ হয় সাইরাস মিস্ত্রির সংস্থা সাইরাস ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড এবং স্টারলিং ইনভেস্টমেন্টস কর্পোরেশন। এই সংঘাত সাড়া ফেলেছিল দেশে।

মামলাটি যদিও খারিজ করে দেয় এনসিএলএটি। এরপরই সাইরাস নিজে ওই ট্রাইবুনালের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ ছিল, কোম্পানি আইন মেনে তাঁকে সরানো হয়নি। দীর্ঘ শুনানির পর গত বুধবার সাইরাসের পক্ষেই রায় দেয় এনসিএলএটি। সাইরাসের আবেদনের ভিত্তিতে ট্রাইবুনাল তাঁকে পুনর্বহালের নির্দেশ দেয়। ২০১৯ সালে নিজের পদ ফিরে পান সাইরাস। এনসিএলএটির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় টাটা সন্স। দীর্ঘ শুনানির পর শীর্ষ আদালত জানিয়ে দেয় এনসিএলএটির সিদ্ধান্ত অযৌক্তিক। টাটা সন্সের পদ থেকে সাইরাসের অপসারণ হয়েছিল নিয়ম মেনেই। 

[আরও পড়ুন: ইংরাজিতে পাশ করলেন ‘Amrela’ গার্ল, সমালোচকদের জবাব দিয়ে ভরতি হলেন কলেজে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement