Advertisement
Advertisement

ভারদার প্রভাবে দেশ জুড়ে বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা

বিশেষজ্ঞদের আশা, খুব শিগগিরই এই সমস্যা মিটবে।

 Cyclone Vardah Had A Big Effect Under Sea That Slowed Down Internet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 9:11 am
  • Updated:December 14, 2016 9:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইক্লোন ভারদার ক্ষয়ক্ষতিতে কাবু তামিলনাড়ু, অন্ধপ্রদেশ। তবে তার প্রভাব পড়েছে গোটা দেশেই। ভারদার জেরেই বিপর্যস্ত দেশের ইন্টারনেট পরিষেবা।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের তরফে জানানো হচ্ছে, সাইক্লোনের ফলে সমুদ্রের নিচে থাকা ডিজিটাল কেবিল ছিঁড়েছে। আর তার ফলেই ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত। ভোডাফোনের তরফে আগেই গ্রাহকদের এ খবর জানিয়ে যথাযথ ইন্টারনেট পরিষেবা না দিতে পারার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছিল। পরে একই পথ নেয় এয়ারটেলও।

Advertisement

কর্পোরেশন ব্যাঙ্ক-সহ বেশ কিছু ব্যাঙ্কের পরিষেবাও একই কারণে বিঘ্নিত হয়েছে। জানা যাচ্ছে, ইন্টারনেটের প্রধান দুটি গেটওয়ের একটি আছে মুম্বইয়ে। অপরটি চেন্নাইয়ে। ভারদার প্রভাবে চেন্নাইয়ের গেটওয়েটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯৯ শতাংশ ডেটা চালাচালি হয় সমুদ্রের নিচ দিয়েই। সেই ডিজিটাল কেবিল ছেঁড়ার ফলেই বিপত্তি। তবে বিশেষজ্ঞদের আশা, খুব শিগগিরই এই সমস্যা মিটবে।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement