সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক সপ্তাহ আগে সুপার সাইক্লোন আমফান তাণ্ডব চালিয়েছিল বাংলা, ওড়িশার উপকূল এলাকা। সেই ক্ষত এখনও দগদগে। আজ আরও এক বুধবার। আর কয়েক ঘণ্টার মধ্যে মু্ম্বই, গুজরাটের উপকূলে আছড়ে পড়তে চলেছে শতকের ভয়ংকরতম ঘূর্ণিঝড় নিসর্গ। এর আগে ১৮৮২ সালে তৎকালীন বোম্বাইয়ে আছড়ে পড়েছিল বোম্বাই সাইক্লোন। প্রাণ গিয়েছিল লক্ষাধিক মানুষের। হাওয়া অফিস বলছে, গত একঘণ্টায় সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি। ফলে মুম্বইয়ের আলিবাগ এলাকায় ল্যান্ডফল হওয়ার সময় হাওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমাতে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন।
#NisargaCyclone intensified into severe cyclonic storm&lay centred at 0530 hrs over eastcentral Arabian Sea about 165km southwest of Alibag&215km south of Mumbai.Heavy rainfalls likely over Coastal K’taka,Goa,Maharashtra,Gujarat next few hrs:Dr Harsh Vardhan,Min of Earth Sciences pic.twitter.com/bWkds7nbXn
— ANI (@ANI) June 3, 2020
শক্তি বাড়িয়ে ক্রমশ মু্ম্বইয়ের দিকে ধেয়ে আসছে নিসর্গ। হাওয়া অফিস থেকে মেলা সর্বশেষ তথ্য অনুযায়ী, আলিবাগ থেকে ১৪০ কিলোমিটার দূরে রয়েছে সুপার সাইক্লোনটি। আর মু্ম্বই থেকে এর দূরত্ব মাত্র ১৯০ কিলোমিটার। আর সুরাট থেকে প্রায় ৪১০ কিলামিটার। মনে করা হচ্ছে, আর কয়েকঘণ্টার মধ্যে আলিবাগ ও মু্ম্বইয় ঢুকে পড়বে নিসর্গ। তার পূর্বসূরি হিসেবে মঙ্গলবার রাত থেকেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। বেলা যত গড়াচ্ছে বৃষ্টির দাপটও ততই বাড়ছে। কার্যত ঘরবন্দি মু্ম্বইকাররা। এদিকে কোমর বেঁধে কাজে নেমে পড়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
#WATCH Maharashtra: Strong winds and rain hit North Ratnagiri area. #CycloneNisarga pic.twitter.com/AhvTeTr01P
— ANI (@ANI) June 3, 2020
প্রশাসনিক সূত্রে খবর, মহারাষ্ট্রের আসন্ন বিপর্যয় মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২০টি দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মুম্বইয়ে আটটি দল রয়েছে। সমুদ্র উপকূল বরাবর অতন্দ্র পাহারায় রয়েছেন তাঁরা।
IAF continues in a heightened state of preparedness to provide required assistance in combating #NisargaCyclone. Yesterday, one IAF IL-76 aircraft landed at Surat with 5 NDRF teams. Another IL-76 airlifted 5 NDRF teams from Vijayawada for Mumbai: Indian Air Force (IAF) pic.twitter.com/3JwyIthfOa
— ANI (@ANI) June 3, 2020
NDRF teams conducted evacuation of the population at Uttan village in Mira Bhaindar, Thane: NDRF (National Disaster Response Force). #Maharashtra #CycloneNisarga pic.twitter.com/e7UUPpCu3K
— ANI (@ANI) June 3, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.