সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মিগজাউম’এর ঘণ্টা খানেকের তাণ্ডবে বিধ্বস্ত চেন্নাই। গত ৪৭ বছরের রেকর্ড ভেঙেছে বৃষ্টির পরিমাণ। ক্ষয়ক্ষতিও হয়েছে বিস্তর। ইতিমধ্যে ১৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে এত বিপদের মধ্যে স্বস্তি দিচ্ছে হাওয়া অফিসের সাম্প্রতিক আপডেট। ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভাসছে একাধিক রাজ্যের বেশকিছু এলাকা।
বুধবার সকালের আপডেট বলছে, অন্ধ্রে ল্যান্ডফলের পর থেকেই শক্তি হারাতে শুরু করে মিগজাউম। অন্ধ্রপ্রদেশে ও গ্রেটার চেন্নাই এলাকায় তাণ্ডব চালিয়ে ক্রমেই সে গভীর নিম্নচাপে পরিণত হয়। যার জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছে দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকা। চেন্নাই শহর জলমগ্ন। স্তব্ধ জনজীবন। এদিন সকালে শক্তিক্ষয় করে উত্তর পশ্চিম তেলেঙ্গানা অঞ্চলে পৌঁছে নিম্নচাপে পরিণত হয়েছে মিগজাউম। আগামী ৬ ঘণ্টায় এটি আরও শক্তি হারাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Deep Depression (Remnant ofCyclonic Storm “MICHAUNG” weakened into a Depression over Northeast Telangana and adjoining south Chhattisgarh-south InteriorOdisha-Coastal AP, about 50 km east-northeast of Khammam, To weaken further into a Well marked Low Pressure Area in next 06 hrs. pic.twitter.com/kcnPYF2rpj
— India Meteorological Department (@Indiametdept) December 6, 2023
গ্রেটার চেন্নাইয়ের পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। জলে ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ১০টি ঘটনা ঘটেছে। প্রত্যেকের কাছে প্রয়োজনীয় সাহায্য পাঠানো গিয়েছে। তবে আপাতত চেন্নাইয়ের স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.