Advertisement
Advertisement

Breaking News

ঘূর্ণিঝড় ‘গাজা’র আতঙ্কে স্তব্ধ দক্ষিণ ভারত, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ

ক্ষয়ক্ষতি এড়াতে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা৷

Cyclone Gaja to hit southern coast today; schools, colleges closed in Tamil Nadu, Navy on alert
Published by: Kumaresh Halder
  • Posted:November 15, 2018 9:28 am
  • Updated:November 15, 2018 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দক্ষিণ ভারতের বুকে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড় ‘গাজা’৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় গাজা শক্তি বাড়িয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে৷ মনে করা হচ্ছে, আজ, বৃহস্পতিবার সন্ধ্যা অথবা রাতের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গাজা’৷ ক্ষয়ক্ষতি এড়াতে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা৷

[এবার নেতাজির ছবি সম্বলিত বিশেষ মুদ্রা আনছে কেন্দ্র]

Advertisement

বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু প্রশাসন৷ ভারতীয় নৌসেনার তরফেও চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷ একদিকে মুষলধারে বৃষ্টি ও অন্যদিকে ঘূর্ণিঝড়ের দাপটে বেসামাল দক্ষিণ ভারতের জনজীবন৷ ফুঁসছে সমুদ্র৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকারও পরামর্শ দিয়ে স্থানীয় প্রাশাসন৷ ঘূর্ণিঝড় গাজা আছড়ে পড়তে পারে বলে গত রবিবারই পূর্বাভাস জারি করেছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।

[দিল্লির কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন]

এই মুহূর্তে ঘূর্ণিঝড় গাজা নাগপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত করছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অথবা রাতের দিকে পাম্বান ও কুদ্দোরোর উপকূল অতিক্রম করতে আঁচড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়৷ ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়৷ সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে৷ বৃহস্পতিবার সকাল থেকে চলছে লাগাতার বৃদ্ধি৷ ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত হতে শুরু করেছে দক্ষিণ ভারতের জনজীবন৷

[ইসরোর মুকুটে নয়া পালক, মহাকাশে পাড়ি দিল ‘জিএসএলভি মার্ক ৩’]

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ছয়-সাত ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় শক্তি বৃদ্ধি করে পশ্চিম ও উত্তর-পশ্চিমে আছড়ে পড়বে৷ ফলে প্রভাব পড়তে পারে তামিলনাড়ুর উত্তর উপকূল এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণের এলাকাগুলিতে।

[রাফালে ইস্যুতে কেন্দ্রকে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের, আপাতত স্থগিত রায়দান]

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত শনিবার সন্ধেয় বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়। তারপর রবিবার সকালে ঘনীভূত হওয়া এই নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে৷ পরে, আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ ভারতের দিকে এগোতে শুরু করে ঘূর্ণিঝড় গাজা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement