Advertisement
Advertisement
Cyclone Biparjoy

শক্তি কমিয়েও কচ্ছে তাণ্ডব দেখাল ‘বিপর্যয়’, ব্যাপক ক্ষয়ক্ষতি গুজরাটে, এবার সতর্ক রাজস্থান

শক্তি হারিয়ে শুক্রবারই নিম্নচাপে পরিণত হবে বিপর্যয়।

Cyclone Biparjoy to reach windspeed of 40-50 kmph by Friday evening | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 16, 2023 9:39 am
  • Updated:June 16, 2023 9:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে আঘাত হানার কথা ছিল। কিন্তু শক্তি কমিয়ে বৃহস্পতিবার রাতে গুজরাটের কচ্ছের মাণ্ডবী ও জাখাউ বন্দর এলাকায় ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biporjoy)। একটা সময় গতিবেগ ছাড়ায় ১৪০ কিলোমিটার। মাঝরাত পর্যন্ত চলল ঝোড়ো হাওয়া, বৃষ্টির তাণ্ডব। লন্ডভন্ড দ্বারকা, সৌরাষ্ট্র, পোরবন্দর, কচ্ছ উপকূল চত্বর।

আহমেদাবাদ, গান্ধীনগর-সহ মোদি (Narendra Modi) রাজ্যের সর্বত্রই তীব্র বেগে ঝোড়ো হাওয়া বইছিল এদিন। সকাল থেকেই দানবের মতো ফুঁসছিল মহারাষ্ট্র ও গুজরাট সংলগ্ন আরব সাগর। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপর্যয়ের প্রভাবে গুজরাটে ২ জনের মৃত্যু হয়েছে। আরও ২২ জন জখম। গুজরাট (Gujarat) সরকার জানাচ্ছে, সব মিলিয়ে ৫২৪টি গাছ উপড়েছে ‘বিপর্যয়’। বহু জায়াগায় উপড়েছে বিদ্যুতের খুঁটি, যার জেরে বিদ্যুৎহীন প্রায় ৯৪০টি গ্রাম।

[আরও পড়ুন: আইএসএফের মদতে অশান্তি ভাঙড়ে, চোপড়ায় তৃণমূলের কেউ জড়িত নয়, বললেন মুখ্যমন্ত্রী]

আসলে গুজরাট সরকার এবং কেন্দ্র আগে থেকেই বিপর্যয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। ১৮টি বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রেখেছিল প্রশাসন। তৈরি ছিল সেনা, নৌ ও বায়ুসেনা বাহিনী, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আগেভাগেই উপকূল চত্বর থেকে প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ দূরত্বে। দুর্গতদের জন‌্য রাজ‌্যজুড়ে ১৫১২টি শিবির তৈরি করে প্রশাসন। কমলা সতর্কতা জারি করা হয় মোরবি, জামনগর, রাজকোট, পোরবন্দর এবং জুনগড়ে। হলুদ সতর্কতা জারি গির সোমনাথ, অমরেলি, ভালসাদ, নবসারি, সুরত, ভরুচ, আনন্দ, সুরেন্দ্রনগর, আমেদাবাদ, গান্ধীনগর, মেহসানা, পাটন, বানসকণ্ঠ, সবরকণ্ঠে। লাল সতর্কতা জারি হয় কচ্ছ, সৌরাষ্ট্রে। প্রতি মুহূর্তে ঝড়ের আপডেট রাখেন গুজরাটের মুখ‌্যমন্ত্রী ভূপেন্দ্র প‌্যাটেল। মুখ্যমন্ত্রী প্যাটেলকে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি ঝড় ক্রমশ দুর্বল হয়ে যাওয়ায় যে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল, সেটা অনেকটাই কমানো গিয়েছে।

[আরও পড়ুন: সারা রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে নির্দেশ হাই কোর্টের]

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আছড়ে পড়ার পর একটা সময় ঝড়ের গতিবেগ প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হলেও, রাত বাড়তেই সেটা ক্রমশ কমতে থাকে। শুক্রবার ভোর পর্যন্ত ঝড়ের প্রভাব অনেকটা কমে যায়। শনিবার এবং রবিবারের মধ্যে বিপর্যয় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং রাজস্থানের দিকে এগোতে পারে। রাজস্থানের বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement