Advertisement
Advertisement

Breaking News

বিজেপি বিধায়কের গাড়িতে ছিটকে পড়ে মৃত্যু সাইকেল আরোহীর

বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের আনন্দ জেলায়৷

Cyclist hit by speeding car, and landing on BJP lawmaker's car
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 4, 2016 1:24 pm
  • Updated:November 4, 2016 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধায়কের চলন্ত গাড়ির উপর ছিটকে এসে পড়লেন এক সাইকেল আরোহী৷ গুরুতর জখম অবস্থায় সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর৷ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের আনন্দ জেলায়৷

পুলিশ জানিয়েছে, ওই দিন বরিয়াভি গ্রামের কাছে একটি এসইউভি গাড়ি তীব্র গতিতে বাঁ-দিক দিয়ে বিজেপি বিধায়ক পঙ্কজ দেশাইয়ের গাড়িকে অতিক্রম করার চেষ্টা করছিল৷ সেই সময়ই সাইকেল আরোহী শিবাভাই রাঠৌড়কে পিছন থেকে সজোরে ধাক্কা মারে গাড়িটি৷ ৪৮ বছরের শিবাভাই উড়ে গিয়ে পড়েন পিছন থেকে আসা বিধায়কের গাড়ির উপর৷ গতি না কমিয়েই সেখান থেকে চম্পট দেয় ঘাতক এসইউভি৷ পঙ্কজ দেশাই গাড়ি থামিয়ে গুরুতর আহত শিবাভাইকে নডিয়াদ সিভিল হাসপাতালে নিয়ে যান৷ পরে সেখানেই মৃত্যু হয় তাঁর৷ আনন্দ থানার সাব-ইন্সপেক্টর জানিয়েছেন, এসইউভির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে৷

Advertisement

বৃহস্পতিবার আনন্দে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পঙ্কজ দেশাই৷ সেখান থেকে নডিয়াদে ফেরার পথেই এমন দুর্ঘটনার সম্মুখীন হন তিনি৷ বিধায়ক জানান, “ঘটনায় শিবাভাই মাথায় গুরুতর চোট পেয়েছিলেন৷ অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement