Advertisement
Advertisement

এভাবেই ফের পাকিস্তানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল ভারত!

সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেদের কীর্তিকলাপ প্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে৷

Cyber experts from Kerala unleash 'surgical strikes' on Pakistan 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 6:43 pm
  • Updated:December 29, 2016 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কয়েকদিন আগেই পাকিস্তানের একদল সাইবার হ্যাকার তিরুবনন্তপুরম বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করেছিল৷ আর এই ঘটনার বদলা নিতেই আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারত৷ পাক সাইবার জঙ্গিদের এই ধরনের কাজের যোগ্য জবাব দিল কেরালের ‘মাল্লু সাইবার সোলজারস’৷ সাইবার হামলার বদলে সাইবার হামলাই ফিরিয়ে দিল পাকিস্তানকে৷ সম্প্রতি এই সংস্থার তরফ থেকে পাকিস্তানের শিয়ালকোট বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, ভারতের সাইবার সৈনিকরা শিয়ালকোট বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করে তার পাসওয়ার্ড বদল করে দিয়েছেন৷ পুরনো পাসওয়ার্ডের বদলে তাঁরা মালায়লম ভাষায় কোনও পাসওয়ার্ড রেখেছেন বলেও জানা গিয়েছে৷

গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই ‘মাল্লু সাইবার সোলজারস’-দের এই পাল্টা আক্রমণকে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে তুলনা করছেন অনেকেই৷ সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেদের কীর্তিকলাপ প্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement