Advertisement
Advertisement

Breaking News

দেশের বাজারে বন্ধ হতে পারে ফেয়ারনেস ক্রিমের বিক্রি!

সংস্থার তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে লিখিতভাবে আবেদন করা হয়েছে, যাতে অনুমতি ছাড়া কোনও কর্টিকোস্টেরয়েড যুক্ত ক্রিম বাজারে বিক্রি করা না যায়৷

customers may need government nod for using fairness cream
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 8:54 pm
  • Updated:August 14, 2016 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভি-র পর্দায় চোখ রাখলেই একগুচ্ছ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের দেখা মেলে৷ কেউ বলছে, “আমাদের ক্রিম মেখে সবচেয়ে বেশি ফর্সা হওয়া যায়৷” কোনও কোম্পানি তো আবার কোটি টাকা বাজি ধরে ক্রেতাদের ফর্সা করার প্রতিশ্রুতি দিচ্ছে৷ এমন সব বিজ্ঞাপন দেখে অনেকেই বাজার থেকে এটা-ওটা-সেটা ফেয়ারনেস ক্রিম কিনে ফেলেন৷ আর সেই ক্রিমই অজান্তে শরীরে নানা রোগের জন্ম দেয়৷ এবার এসব কোম্পানিগুলির উপর লাগাম টানতে আসরে নেমেছে টাস্ক ফোর্স অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্টস, ভেনেরিওলজিস্টস অ্যান্ড লেপ্রোলজিস্টস৷

সংস্থার তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে লিখিতভাবে আবেদন করা হয়েছে, যাতে অনুমতি ছাড়া কোনও কর্টিকোস্টেরয়েড যুক্ত ক্রিম বাজারে বিক্রি করা না যায়৷ এআইআইএমএস-এর ফার্মাকোলজি বিভাগের প্রধান ওয়াই কে গুপ্তা বলেন, “প্রেসক্রিপশন ছাড়াই বাজার থেকে অনেকে কর্টিকোস্টেরয়েড যুক্ত ক্রিম কেনেন৷ এই ক্রিমের ব্যবহারে কী ক্ষতি হতে পারে, সে বিষয়ে বেশিরভাগ ক্রেতাই অন্ধকারে থেকে যান৷ আমরা ঠিক এই বিষয়টির বিরুদ্ধেই আবেদন জানিয়েছি৷ মানুষকে এর ব্যবহার সম্বন্ধে আরও সচেতন করে তুলতে হবে৷”

Advertisement

কর্টিকোস্টেরয়েড আসলে কী? এটি এমন একটি স্টেরয়েড হরমোন যা কৃত্রিমভাবে মানুষের ত্বককে লালচে করে দেয়৷ এর লাগাতার ব্যবহারের ফলে নানা ধরনের চর্মরোগ হতে পারে৷ ডায়াবেটিস হতে পারে৷ এমনকী মস্তিষ্কে টিউমার হওয়ার সম্ভাবনাও থাকে৷ সেই কারণে চিকিৎসকদের পরামর্শ না নিয়ে যে কোনও ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে৷ আর তাই ক্রিম বিক্রির উপর লাগাম টানতে চাইছে টাস্ক ফোর্স৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement