Advertisement
Advertisement
COVID-19

‘করোনা নিয়ে উদ্বেগের কিছু নেই, প্রচুর ভ্যাকসিন মজুত আছে’, আশ্বস্ত করলেন পুনাওয়ালা

চাইলেই মিলবে বুস্টার ডোজ, আশ্বাস সেরাম কর্তার।

Current COVID strain mild, says Adar Poonawalla | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 22, 2023 8:43 pm
  • Updated:April 22, 2023 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) বিরুদ্ধে হাতিয়ার তৈরিতে পথ দেখিয়েছিলেন। বিলিতি ফরমুলায় ভারতে প্রথম কোভিড টিকা উৎপাদন করেছিল তাঁর সংস্থা। দেশে নতুন করে করোনা যখন চোখ রাঙাচ্ছে, তখনও আশার কথা শোনালেন সেই পুনাওয়ালাই। দেশবাসীকে আশ্বস্ত করে বললেন, ‘করোনা নিয়ে নতুন করে উদ্বেগের কিছু নেই। প্রচুর ভ্যাকসিন মজুত আছে।’

শনিবার এক সাংবাদিক বৈঠকে সেরাম (Serum) ইনস্টিটিউশনের কর্তা জানিয়েছেন, তাঁর সংস্থা যে দুটি ভ্যাকসিন বানিয়েছে, সেই দুটিই যথেষ্ট পরিমাণে মজুত আছে। কেউ বুস্টার ডোজ (Booster Dose) নিতে চাইলে নিতেই পারেন। টিকার সংকট নেই। সেরাম কর্তা বলেন,”এই মুহূর্তে করোনার যে স্ট্রেন ভারতে আছে, সেটা তেমন গুরুতর নয়। তবে সতর্কতার জন্য বয়স্করা চাইলে বুস্টার ডোজ নিতেই পারেন। তবে এটা সম্পূর্ণই তাঁদের ইচ্ছার উপর নির্ভর করছে।”

Advertisement

[আরও পড়ুন: শচীনের ব্যাট নিয়েও খেলেছি: সৌরভ গঙ্গোপাধ্যায়]

পুনাওয়ালা (Adar Poonawala) জানিয়েছেন, তাঁর সংস্থা যে দুটি ভ্যাকসিন বানায়, সেই কোভভ্যাক্স এবং কোভিশিল্ড দুটোরই প্রচুর ভায়াল মজুত আছে। কোভোভ্যাক্স মজুত আছে প্রায় ৫০-৬০ লক্ষ। আর আগামী ২-৩ দিনের মধ্যে ওই একই পরিমাণ কোভিশিল্ডও তৈরি হয়ে যাবে। তবে দেশে যে বুস্টার ডোজের তেমন চাহিদা নেই, সেটাও মেনে নিয়েছেন সেরাম কর্তা।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা DA আন্দোলনকারীদের, আবারও পিছিয়ে গেল মামলার শুনানি]

আসলে, যতদিন যাচ্ছে, দেশজুড়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাসের দাপট। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। যার মধ্যে শুরু বাংলাতেই সংক্রমিত ১৯৯ জন। চিন্তা বাড়িয়েছে পজিটিভিটি রেটও। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, দেশের ১৫৮টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশ বা তারও বেশি। তার মধ্যে রয়েছে কলকাতা-সহ রাজ্যের পাঁচ জেলা। পাশাপাশি যে ১২০টি জেলায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫ শতাংশ বা তার বেশি, তার মধ্যে বাংলার সাত জেলার নাম রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement