সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে বাঙালির ‘সেকেন্ড হোম’ বেঙ্গালুরু৷ কাবেরী জলবন্টন ইস্যুতে গত সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কর্ণাটকের ‘হাই টেক’ রাজধানী৷ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে মৃত্যু হয় দুজনের, আহত হন শতাধিক৷ তবে মঙ্গলবার থেকে উত্তেজনা ক্রমশ থিতিয়ে আসছিল৷ বুধবার বেঙ্গালুরুর ১৬টি থানা এলাকায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
এদিন টুইট করে বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, কারফিউ প্রত্যাহার করা হলেও নিরাপত্তার খাতিরে একসঙ্গে পাঁচজনের বেশি ব্যক্তি কোনও জায়গায় জড়ো হতে পারবেন না৷ পুলিশ কমিশনার এন এস মেঘারিখ জানিয়েছেন, শহরজুড়ে বাস, ট্যাক্সি, অটো, মেট্রো পরিষেবা স্বাভাবিক হচ্ছে৷ অফিস-কারখানায় কাজে যোগ দিচ্ছেন মানুষ৷ তবে ওনাম উপলক্ষে এদিন শহরের অধিকাংশ স্কুল-কলেজ ও দফতর বন্ধ ছিল৷
সোমবার থেকে বিক্ষোভ আর হামলার কারণে বেঙ্গালুরু-সহ কর্নাটকের বিভিন্ন শহরে কারফিউ জারি হয়৷ গত ৪৮ ঘণ্টা দোকানপাটও বিশেষ খোলেনি আইটি শহরে৷ হেগানাহাল্লি, পাট্টেগারাপাল্লায় বিক্ষোভকারীদের জমায়েতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ৷ চিত্রদুর্গ, রামনগর, মান্ড এবং মাইসুরুতেও বিক্ষোভের খবর মেলে৷ অ্যাসোচেম সূত্রে খবর, তামিলনাড়ুকে কাবেরীর জল দেওয়ার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভে কর্নাটকের অন্তত ২২-২৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে৷
গতকালই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন৷ মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর সিদ্ধারামাইয়া বলেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার রাত থেকেই কাবেরী নদীর জল দৈনিক তামিলনাড়ুকে সরবরাহ করবে কর্নাটক৷ তবে দেখা হবে, বেঙ্গালুরুর বাসিন্দাদের পানীয় জলের কোনও সমস্যা যাতে না হয়৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী দুই রাজ্যের অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরই এ-কথা জানান কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাবেরী জলবন্টন প্রসঙ্গে রাজ্যবাসীকে আবেদন করেন, বিক্ষোভ দেখিয়ে লাভ নেই৷ আইনের পথেই সমাধান খুঁজতে হবে৷ তবে কারফিউ উঠলেও এদিন গোটা বেঙ্গালুরু শহরে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করেছে৷
#Curfew is lifted. Life is normal !!
Strong bandobust continues to prevent any mischief !!
Also “NO BANDH etc. In coming days !!— BengaluruCityPolice (@BlrCityPolice) September 14, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.