সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২ সপ্তাহ ধরে ভারতের বাজারে পেট্রল, ডিজেলের দাম নিয়মিত হারে কমছে। অক্টোবরের শুরুর দিকে যে দাম ছিল, তাঁর সঙ্গে তুলনা করলে এই মুহূর্তে পেট্রোপণ্যের মূল্য অনেকটাই নিয়ন্ত্রণে। এর পিছনে বিরোধীদের যুক্তি, পাঁচ রাজ্যে ভোটের মুখে সংস্থাগুলি কেন্দ্রের নির্দেশেই দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও, পেট্রোপণ্যে মূল্য হ্রাসের মূল কারণ, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য হ্রাস। গত দেড় মাসে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। দেখতে গেলে সে তুলনায় ভারতের বাজারে তেলের দাম অতটা কমেনি। অর্থাৎ, অশোধিত তেলের দাম কমার সুবিধা সরাসরি পাননি সাধারণ মানুষ। এবার সাধারণের কপালে আরও দুর্ভোগ আসতে চলেছে। কারণ, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভোটের পর নতুন করে শুল্ক বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র।
অক্টোবরের শুরুতেই পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে লাগাম লাগাতে বড় সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। মন্ত্রিসভার বৈঠকের পর লিটারপ্রতি শুল্ক আড়াই টাকা করে কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু তারপর পরিস্থিতি অনেকটাই বদলেছে। সবাইকে চমকে দিয়ে একধাক্কায় অনেকটা কমে গিয়েছে অশোধিত তেলের দাম। মাস দুই আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে অশোধিত তেল ব্যারেল প্রতি ৮৬ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছিল। এই মূহূর্তে তা লিটারপ্রতি ৬০ ডলারেরও নিচে। ভারত সরকার তো বটেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও আন্দাজ করতে পারেনি এত তাড়াতাড়ি এভাবে অশোধিত তেলের মূল্য হ্রাস হবে। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র।
পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্র আবারও পেট্রোপণ্যের উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শোনা যাচ্ছে ভোট মিটলেই আবারও লিটারপ্রতি ১-২ টাকা করে শুল্ক বাড়াতে পারে কেন্দ্র। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। যদিও, সরকারিভাবে এখনও কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু এ খবর যদি সত্যি হয় তাহলে সাধারণ মানুষ নতুন করে বিপাকে তাতে কোনও সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.