সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War) চলছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারে (Crude Oil)। সমস্ত রেকর্ড ভেঙে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁয়েছে। সোমবার বাজার খুলতেই পড়েছে সেনসেক্স এবং নিফটি। ডলারের তুলনায় সর্বকালীন পতন হয়েছে ভারতীয় মুদ্রারও। সবমিলিয়ে কোভিড পরবর্তী পরিস্থিতিতে ফের একবার বড়সড় ধাক্কা খেল আন্তর্জাতিক অর্থনীতি। যার প্রভাব সুদূরপ্রসারী হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
রবিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১৩৯ ডলার ছুঁয়েছিল। পরে তা কমে দাঁড়ায় ১৩০ ডলারে। অপরিশোধিত তেলের দাম গত ১৪ বছরের রেকর্ড ভেঙেছে বলে খবর। শুধু তেলের বাজার নয়, পতন অব্যাহত শেয়ার বাজারেও। যার জেরে মাথায় হাত লগ্নিকারীদের।
সোমবার বাজার খুলতেই প্রায় ১৫০০ পয়েন্ট পড়ে যায় ভারতীয় শেয়ার বাজারের সূচক সেনসেক্স। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় সেনসেক্স দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৩৯ পয়েন্টে। ৪০০ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৪৫ পয়েন্টে। এশিয়ান পেন্টস, মারুতি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান, উইপ্রো, বাজাজ ট্যুইনস, কোটাক ব্যাঙ্ক, এইচইউএল, এমঅ্যান্ডএম, টেক এম, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংকের শেয়ারে সবচেয়ে বেশি লোকসানে চলছে। এই শেয়ারগুলি চার শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে বলে খবর।
ধাক্কা খেয়েছে ভারতীয় মুদ্রাও। অপরিশোধিত তেলের বাজারের প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়। ডলার বিনিময়ে ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছে ৭৬ টাকা ৯২ পয়সা। যা সাম্প্রতিক অতীতে সবচেয়ে কম। বেড়েছে সোনার দামও। যুদ্ধ পরিস্থিতিতে এক আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ডলার। যা ২০২০ সালের পর সর্বোচ্চ।
#UPDATE Gold rose to more than $2,000 in Asian trade on Monday morning as investors fled to the safe-haven commodity over fears about the impact of the Ukraine war on the global economy.
The precious metal hit a peak of $2,000.86 an ounce, its highest level since September 2020 pic.twitter.com/wSYcgz26l7
— AFP News Agency (@AFP) March 7, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.