Advertisement
Advertisement
সিআরপিএফ জওয়ান

ফোনের ওপারে চিকিৎসক, নির্দেশ মেনে ভোটকর্মীর প্রাণ বাঁচালেন জওয়ান

সিআরপিএফ জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ সকলেই৷

CRPFJawan saves Kashmiri poll officer’s life on second phase of election
Published by: Sayani Sen
  • Posted:April 20, 2019 5:54 pm
  • Updated:April 20, 2019 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন৷ থুড়ি এখানে যদিও কথাটা একটু অন্যরকম হওয়া উচিত৷ বরং বলা যায় বন্দুক হাতে সীমান্তে যিনি দেশ পাহারার কাজ করেন, সে-ই তিনিই আবার পালন করলেন চিকিৎসকের ভূমিকাও৷ রীতিমতো এক মরণাপন্ন রোগীকে নবজীবন দান করলেন তিনি৷

[ আরও পড়ুন: পাঁচ ঘণ্টার অপেক্ষা, রাহুলের দেখা পেল না সাত বছরের শিশু]

দ্বিতীয় দফার ভোটের দিন জম্মু-কাশ্মীরের বুচপোরায় ভোটের ডিউটি করছিলেন আহসান-উল-হক৷ সকাল থেকে কাজ করতে করতে আচমকাই শরীরে অস্বস্তি হতে শুরু করে তাঁর৷ শুরু হয় বুকে যন্ত্রণাও৷ মুহূর্তের মধ্যে অচৈতন্য হয়ে পড়েন ওই ভোটকর্মী৷ তাঁকে নিয়ে হইচই শুরু হয়ে যায়৷ জড়ো হয়ে যান সিআরপিএফ জওয়ানরা৷ কিন্তু অ্যাম্বুল্যান্স ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে যাবে৷ তবে ভোটকর্মীকে বাঁচাতে গেলে এতটা সময় দেওয়া যাবে কিনা, সামনে আসে সেই প্রশ্নও৷ কী করলে ভাল হয়, তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না সিআরপিএফ জওয়ান এবং অন্যান্য ভোটকর্মীরা৷

Advertisement

[ আরও পড়ুন: খুচরোর জ্বালায় জেরবার, ত্রিশ কিলো কয়েন দিয়ে মনোনয়নপত্র নিলেন বৃদ্ধ]

সবাই যখন চিন্তিত, তখন ২৮ নম্বর ব্যাটেলিয়নের সিআরপিএফ জওয়ান সুরিন্দর কুমার কিছুক্ষণের জন্য ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান৷ এরপর মোবাইল কানে নিয়ে ওই অসুস্থ ভোটকর্মীর সামনে আসেন তিনি৷ কথা বলতে বলতে ভোটকর্মীর বুকে চাপ দিতে থাকেন৷ মুখ দিয়ে ওই ব্যক্তিকে অক্সিজেন জোগানের চেষ্টা করেন সিআরপিএফ জওয়ান৷ পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় জ্ঞান ফিরে আসে তাঁর৷ ইতিমধ্যেই শ্রীনগর থেকে ঘটনাস্থলে পৌঁছায় একটি অ্যাম্বুল্যান্স৷ ওই অ্যাম্বুল্যান্সে তুলেই ভোটকর্মীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই আপাতত চিকিৎসাধীন আধিকারিক৷ চিকিৎসকরা জানান, সিআরপিএফ জওয়ানের উপস্থিত বুদ্ধিতেই এ যাত্রায় রক্ষা পেলেন ভোটকর্মী৷ যদিও সিআরপিএফ জওয়ান জানান এই কৃতিত্ব শুধুমাত্র ফোনের ওপারে থাকা চিকিৎসকেরই প্রাপ্য৷ কারণ তাঁর নির্দেশ মেনেই  তিনি অসুস্থ ভোটকর্মীকে সুস্থ করে তুলেছেন৷ দিয়েছেন নবজীবন৷ বাস্তবের রূঢ়ভূমিতে দাঁড়িয়ে এই গল্প যেন ঠিক রূপকথা৷ এ কাহিনি যিনি শুনছেন, তিনিই প্রশংসা করছেন৷ অনেকেই বলছেন এই সিআরপিএফ জওয়ানই নাকি বাস্তবের হিরো৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement