Advertisement
Advertisement
Chhattisgarh

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, মৃত্যু সিআরপিএফ আধিকারিকের

গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক এক কনস্টেবলও।

CRPF sub-inspector killed in Naxal attack in Chhattisgarh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 17, 2023 12:27 pm
  • Updated:December 17, 2023 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের। নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই আধিকারিকের। গুলিবিদ্ধ আরও এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা জেলার জাগারগুন্দা এলাকায়। এদিন সকাল ৭টা নাগাদ মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে ছিল সিআরপিএফের ১৬৫ ব্যাটেলিয়ান। সেই সময় উরসাঙ্গাল গ্রামের কাছাকাছি পৌঁছতেই বাহিনীর উপর হামলা হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সিআরপিএফের সাব-ইন্সপেক্টর সুধাকর রেড্ডির। গুলি লেগেছে কনস্টেবল রামুরও। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামুর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

 

রামুকে এয়ার লিফট করে ৪৩১ কিলোমিটার দূরের রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিআরপিএফের উপর অতর্কিত হানার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁরা উরসাঙ্গাল গ্রামে ঘটনাস্থলের কাছেকাছে ঘোরাঘুরি করছিল। এদিকে সিআরপিএফ আধিকারিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। কনেস্টবলের চিকিৎসার বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি।

 

[আরও পড়ুন: কখনও ডাক্তার, কখনও প্রধানমন্ত্রী-ঘনিষ্ঠ, ভিন্ন পরিচয়ে ৬ বিয়ে কাশ্মীরি যুবকের! মিলল পাক যোগও]

প্রসঙ্গত, গত অক্টোবর মাসের ১৯ তারিখ ছত্তিশগড়ে ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, রাজ্যকে মাওবাদী মুক্ত করতে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে। এর পর বিধানসভা ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে মসনদ দখল করেছে বিজেপি। যদিও রাজ্যে নাশকতার ঘটনা অব্যাহত। এবার কী ব্যবস্থ নেয় গেরুয়া সরকার সেটাই এখন দেখার।   

[আরও পড়ুন: ১৭-২৩ ডিসেম্বরের Horoscope: কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, কেমন যাবে আগামী সপ্তাহ? জানুন রাশিফল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement