Advertisement
Advertisement
CRPF schools

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে! হুমকি ইমেলে আতঙ্ক দেশের একাধিক CRPF স্কুলে

দিল্লি, হায়দরাবাদ-সহ বেশ কয়েকটি শহরের সিআরপিএফ স্কুলে আসে হুমকি ইমেল।

CRPF schools, including Delhi, Hyderabad, receive hoax bomb threats
Published by: Amit Kumar Das
  • Posted:October 22, 2024 5:27 pm
  • Updated:October 22, 2024 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রোহিণীতে সিআরপিএফ স্কুলের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠেছে রাজধানীর নিরাপত্তা নিয়ে। এরই মাঝেই দেশের একাধিক শহরে থাকা সিআরপিএফ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। দিল্লি, হায়দরাবাদ-সহ বেশ কয়েকটি শহরের সিআরপিএফ স্কুলে ইমেলের মাধ্যমে এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়ায়।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রথম এমন হুমকি ইমেল আসে তামিলনাড়ুর এক সিআরপিএফ স্কুলে। এর পাশাপাশি দিল্লি ও হায়দরাবাদের বেশ কয়েকটি স্কুল একইরমম হুমকি পায়। যেখানে বলা হয়, সকাল ১১টা নাগাদ বিস্ফোরণ হবে এই স্কুলগুলিতে। এমন হুমকি বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হয় স্কুলগুলি। তদন্তে নামে পুলিশ। যদিও শেষ পর্যন্ত জানা যায়, সবকটি ইমেল ভুয়ো। সবকটি নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

রবিবার সকালে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার এলাকা। সেখানে সিআরপিএফ স্কুলের সামনে ফাটে বোমা। বিস্ফোরণের পর বিকট এক গন্ধে ভরে যায় এলাকা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বিস্ফোরণে আশেপাশের বেশকিছু দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পরই ঘটনার তদন্তে নামে এনআইএ ও ফরেনসিক বিভাগ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আইইডি বিস্ফোরক ব্যবহার করা এই বিস্ফোরণ ঘটানো হয়।কঠিন এবং তরল পদার্থের মধ্যে উচ্চচাপ সৃষ্টি করে গ্যাসে পরিণত করা হয়। বিস্ফোরণের পর সেই গ্যাস দ্রুতগতিতে চার দিকে ছড়িয়ে পড়ে। আর তার জেরে শক্তিশালী একটি কম্পন অনুভূত হয়। যা আশপাশের এলাকায় শব্দের চেয়ে দ্রুত গতিতে পৌঁছয়। রাজধানীর বুকে চাঞ্চল্যকর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

তবে শুধু স্কুল নয়, বোমাতঙ্কের হুঁশিয়ারি থেকে এদিনও রেহাই পায়নি দেশের একাধিক বিমান সংস্থা। বিমানে বোমা রাখা রয়েছে এমন হুঁশিয়ারি পায় মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার অন্তত ১৩টি বিমান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয় পরিষেবা। বিপাকে পড়তে হয় যাত্রীদের। গত সোমবার অন্তত ৩০টি বিমান একইরকম হুমকি পায়। লাগাতার এই ঘটনায় যথেষ্ট চিন্তায় দেশের বিমান পরিবহণ সংস্থাগুলি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement