Advertisement
Advertisement
পুলওয়ামা

পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা, এবার হোলি খেলবেন না সিআরপিএফ জওয়ানরা

সহকর্মীদের হারানোর ব্যথা ভুলতে পারছেন না জওয়ানরা।

CRPF not to celebrate Holi in this year
Published by: Sayani Sen
  • Posted:March 20, 2019 11:21 am
  • Updated:March 20, 2019 11:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রঙের উৎসবে মেতে ওঠার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে গোটা দেশ৷ কিন্তু হাজার রঙের মধ্যেও বেরঙিন শহিদদের পরিবারের জীবন৷ গত মাসেই পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন চল্লিশেরও বেশি জওয়ান৷ স্বজন হারানোর যন্ত্রণায় কাতর শহিদদের পরিবার৷ পুলওয়ামা হামলায় শহিদদের শ্রদ্ধা জানাতে অভিনব সিদ্ধান্ত সিআরপিএফ জওয়ানদের৷ চলতি বছর আর রংয়ের উৎসবে মাতবেন না তাঁরা৷

[‘আমার উত্তরসূরি ভারত থেকেই’, চিনকে চ্যালেঞ্জ দলাই লামার]

সিআরপিএফ-এর ৮০ বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে একথা ঘোষণা করেন ডিরেক্টর জেনারেল আর আর ভাটনগর৷ তিনি বলেন, ‘‘চলতি বছর ২১ মার্চ হোলি খেলবেন না সীমান্তে থাকা জওয়ানরা। পুলওমায়ার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷’’ তিনি আরও বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন করা সহজ নয়৷ এটা খুবই চ্যালেঞ্জিং৷ তবে গত বছরে অন্তত ২১০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে৷ মাওবাদী হামলাও আগের থেকে প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছে৷ ছত্তিশগড়ের মাওবাদীদের নিশ্চিহ্ন করারও চেষ্টা চলছে৷’’

Advertisement

[দোলে ভাং খেলে কমবে যৌনশক্তি!]

গত ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন রক্তাক্ত হয়েছিল উপত্যকা৷ পুলওয়ামায় প্রায় ২০০০ জন সিআরপিএফ জওয়ানদের একটি কনভয় যাচ্ছিল৷ তাতেই বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে আদিল আহমেদ নামে এক আত্মঘাতী জঙ্গি৷ জওয়ানদের গাড়ির সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে৷ প্রচণ্ড বিস্ফোরণ হয়৷ এই ঘটনায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর পর ক্ষোভের আগুনে ফুঁসছিল ভারত৷ তারই পালটা জবাব হিসাবে হামলার ঠিক তেরোদিনের মাথায় পাকিস্তানে এয়ারস্ট্রাইক করা হয়৷ ভারতীয় বায়ুসেনার আক্রমণে গুঁড়িয়ে যায় বালাকোটে অবস্থিত জঙ্গি ঘাঁটি৷

প্রত্যাঘাতেও শিক্ষা নেয়নি পাকিস্তান৷ পালটা এয়ারস্ট্রাইকের পরেরদিনই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান৷ সে দেশের যুদ্ধবিমানকে ধাওয়া করতে করতে পাকিস্তানে ঢুকে পড়েন ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান৷ পাকিস্তান তাঁকে বন্দি করে৷ পরে যদিও কূটনৈতিক চাপের কাছে মাথা নত করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ শান্তির বার্তা দিয়ে ফিরিয়ে দেওয়া হয় ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে৷ তবে মুখে শান্তির কথা বললেও, এখনও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে ইমরানের পাকিস্তান৷ প্রাণহানিও হচ্ছে জওয়ানদের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement