Advertisement
Advertisement

Breaking News

সুকমা হামলার জন্য রাজনাথকে দুষলেন এই জওয়ান, ভাইরাল ভিডিও

দেখুন এই ভিডিওটি৷

CRPF jawan who lost kin in Sukma slams govt in viral FB live
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 28, 2017 12:29 pm
  • Updated:April 28, 2017 12:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভাইরাল ভিডিও৷ ফের প্রকাশ্যে জওয়ানদের ক্ষোভ জাহির৷ বিএসএফের তেজ বাহাদুরের পর এবার সিআরপিএফের পঙ্কজ মিশ্র৷ সুকমার হামলার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে দুষলেন সিআরপিএফের ২২১ নম্বর ব্যাটালিয়নের জওয়ান৷

[দাবদাহ চলবে দিনভর, বিকেলে বৃষ্টির সম্ভাবনা]

Advertisement

ফেসবুকে পোস্ট করা একটি লাইভ ভিডিওতে পঙ্কজ জানান, সুকমা হামলায় প্রাণ হারিয়েছেন তাঁর এক আত্মীয়৷ তিনি বলেন, বড় বড় নেতাদের প্রাণরক্ষার দায়িত্বে থাকে সিআরপিএফ জওয়ানরা৷ কিন্তু তাঁদের নিরপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না৷ জওয়ানদের যে ৩০০ মাওবাদী ঘিরে ধরেছিল৷ তার মধ্যে ২০০ জনই মহিলা ছিল৷ এদের সঙ্গে কথা বলে কোনও লাভ হবে না৷ এটা সিদ্ধান্ত নেওয়ার সময়৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময়৷ আর এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন পঙ্কজ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখেই বিজেপিকে ভোট দিয়েছেন তিনি৷ রাজনাথ সিংয়ের মতো মানুষদের দেখে নয়৷ এমন মানুষরা মোদিজিকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেন পঙ্কজ৷ ছত্তিশগড় সরকার রাস্তা তৈরি করবে, তা রক্ষা করতে গিয়ে সিআরপিএফ জওয়ানরা প্রাণ দেবেন কেন? এরপরও সরকার পরিস্থিতি সামাল দিতে কেবল কথা বলতে আসবে নেতারা৷ কিন্তু কথা বলার সময় শেষ৷ এক, দুই ব্যাটালিয়ন নয় সরকারের উচিত ২০ থেকে ২৫ ব্যাটালিয়ন সেনা আনিয়ে মাও জঙ্গিদের উপর হামলা করে দেওয়া৷ এটাই একমাত্র সঠিক পদক্ষেপ৷

[অক্ষয় তৃতীয়ায় সোনা কিনছেন? এই বিষয়গুলি মাথায় অবশ্যই রাখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement