Advertisement
Advertisement
কাশ্মীর

মানুষ মানুষেরই জন্য, অটিজম আক্রান্ত শিশুকে নিজ হাতে খাইয়ে দিলেন জওয়ান   

যে হাত বন্দুক ধরে জঙ্গিদের নিকেশ করে, সেই হাতই প্রয়োজনে ক্ষুধার্তদের অন্ন জোগায়।

CRPF jawan feeds kid suffering from autism, hailed
Published by: Monishankar Choudhury
  • Posted:May 14, 2019 5:56 pm
  • Updated:May 14, 2019 6:06 pm  

মাসুদ আহমেদ, শ্রীনগর: সন্ত্রাস জর্জরিত কাশ্মীর উপত্যকায় মানবতার নজির গড়লেন এক জওয়ান। নিজের পাতের খাবার খাইয়ে ক্ষুধা মেটালেন এক অটিজম আক্রান্ত শিশুর। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে নেটদুনিয়া। বয়ে যায় প্রশংসার ঝড়। 

[আরও পড়ুন: প্রিয়াঙ্কার কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান, কী করলেন রাজীবতনয়া?]

Advertisement

শ্রীনগরে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন রয়েছে সিআরপিএফ-এর ৪৯ নম্বর ব্যাটালিয়ন। তারই হেড কনস্টেবল পদে রয়েছেন ইকবাল সিং। সোমবার, জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে কর্তব্যরত ছিলেন তিনি। দিনভর পরিশ্রমের পর খেতে বসেছিলেন তিনি। ঠিক তখনই তাঁর নজর পড়ে এক শিশুর উপর। খুটিয়ে দেখে তিনি বুঝতে পারেন শিশুটি অটিজম নামের এক ধরনের রোগে আক্রান্ত এবং ক্ষুধার্ত। তারপরই এগিয়ে যান ইকবাল সিং। শিশুটিকে কাছে টেনে নিজের হাতে খাইয়ে দেন তাকে। খাবার পেয়ে শিশুটির চোখেমুখে ফুটে ওঠে এক নির্মল আনন্দ। এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়ে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। জওয়ান ইকবাল সিংয়ের এহেন কাজ মন জয় করে নেয় নেটদুনিয়ার। প্রশংসার ঝড় বয়ে যায় নেটদুনিয়ায়। সিআরপিএফ-এর আইজি শ্রীনগর ইকবাল সিংয়ের প্রশংসা করে বলেন, “কর্তব্যের বাইরে গিয়ে জওয়ান ইকবাল সিং যে কাজ করেছে তা প্রশংসনীয়।”                                 

সন্ত্রাস জর্জরিত কাশ্মীর উপত্যকায় জওয়ানদের উপর পাথর ছোঁড়া রোজকার ঘটনা। সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে জনতার একাংশের মনে।মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে হানাদারদের তাড়াতে সেনার ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন নেই। সন্ত্রাসদমনে প্রায়শই কড়া পদক্ষেপ নিতে হয় জওয়ানদের। তবে যে হাত বন্দুক ধরে জঙ্গিদের নিকেশ করে, সেই হাতই প্রয়োজনে ক্ষুধার্তদের অন্ন যোগায়। মানুষ মানুষের জন্য, এই সত্যই এদিন তুলে ধরলেন ইকবাল সিং।      

[আরও পড়ুন: মেয়েকে ফাঁসানো হয়েছে, বিজেপি নেত্রীর গ্রেপ্তারিতে প্রশাসনকে কাঠগড়ায় তুললেন মা]

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement